আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে যশস্বী জসওয়ালের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে প্রথমটায় সফল না হলেও পরের ম্যাচ থেকেই নিজের ব্যাট দিয়ে ফুল ফোটাতে শুরু করেছে। প্রথম ম্যাচে মাত্র ১ রান করে আউট হওয়া জসওয়াল দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করে সকলের মন জয় করেন যশস্বী। তিনি অপরাজিত ৮৪ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান। সেই ম্যাচে ভারত ১৮ বল বাকি থাকতে ম্যাচটি জিতে যায় ও সিরিজে সমতায় ফেরে। প্র🐭থমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ টিম ইন্ডিয়াকে ১৭৮ রানের টার্গেট দেয়। 💮এই দুর্দান্ত ইনিংসে, যশস্বী একটি বলে যেভাবে রিভার্স সুইপ মেরে ছক্কা হাঁকালেন তা জোস বাটলারের কথা মনে করালেন। আসলে জোস বাটলার প্রায়শই এমন শট মেরে থাকেন।
যশস্বী জসওয়াল 📖এদিন ৫১ বলে অপরাজিত ৮৪ রান করেন। এদিনের ইনিংসে তিনি ১১টি চার ও ৩টি ছক্কা মেরেছিলেন। এই ইনিংসের মাঝেই রিভার্স সুইপ শট খেলে সকলের মন জেতেন যশস্বী। আসলে এই শটের মাধ্যমে ছক্কা মারেন তিনি। টিম ইন্ডিয়ার যখন ৪৯ বলে ৬২ রান দরকার, তখন ১২তম ওভারে বল করতে আসেন আকিল হোসেন। ওভারের শেষ বলে তিনি রিভার্স সুইপ শটে যশস্বী জসওয়ালকে ছক্কা মেরেছিলেন।
যশস্বী জসওয়ালের গত মরশুমে একটি আশ্চর্যজনক আইপিএল মরশুম গিয়েছিল। এর পাশাপাশি তাঁর ঘরোয়া ক্রিকেট মরশুমও দারুণ কেটেছে। এই কারণেই তিনি তাঁর আন্তর্জাতিক অভিষেকের সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগটাও ভালোই কাজে লাগান যশস্বী। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা জসওয়াল ২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৬২৫ রান করেছিলেন। এই মরশুমে খেলেছেন ১২৪ রানের সেঞ্চুরꦿি ইনিংস। আইপিএলে, জোস বাটলারের সঙ্গে ইনিংস শুরু করেন 🅘যশস্বী জসওয়াল। ইংলিশ ব্যাটারের সঙ্গে থেকে যে যশস্বী নিজের খেলায় অনেক ভেরিয়েশন এনেছেন তা বলাই যায়। এই রিভার্স সুইপ শটই তার আসল প্রমাণ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টিতে ইনিংস শুভমন গিলের সঙ্গে শুরু করেছেন যশস্বী জসওয়াল। টিম ইন্ডিয়াকে এই ম্যাচে জিততে ও সিরিজে টিকে থাকতে হলে ১৭৯ রান করতে হত। সিরিজে গিলের পারফরম্যান্স ভালো না হলেও চতুর্থ টি-টোয়েন্টিতেও তাঁর ব্যাট গর্জে ওঠে। দুজনেই প্রথম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন। গিল (৭৭) আউট হওয়ার সময় টিম ইন্ডিয়া জয়ের দ্বারপ্রান্তে ছিল। সেখান থেকে তিলক বর্মা ও যশস্বী জসওয়াল ম্যাচ জ♈িতিয়ে সাজঘরে ফেরেন। এই জয়ের ফলে সিরিজ এখন ২-২। রবিবার সিরিজের শেষ ম্য়াচটি খেলা হব꧑ে। যেই দল এই ম্যাচ জিতবে, তারাই সিরিজ ঘরে তুলবে। টেস্ট ও ওডিআই-এর পরে টি টোয়েন্টি সিরিজটিও পকেটে তুলতে চায় ভারত।