না ‘নো বল’-না ‘ওয়াইড বল’! ব্যাটার চার বা ছক্কাও মারলেন না, কিন্তু তারপরেও এক বলে হল সাত রান! মেলবোর্নের সিটিপাওয়ার সেন💟্𝔍টারে অস্ট্রেলিয়া ওয়ান ডে কাপে তেমনই এক দৃশ্য দেখা গেল। ভিক্টোরিয়া বনাম কুইন্সল্যান্ডের ম্যাচে এমনই মজার এক ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ওয়ান-ডে কাপ খেলার সময় বাইশ গজের এই বিরল ঘটনাটি ঘটেছিল। আসলে খারাপ ফিল্ডিংয়ের কারণেই এমনটা ঘটে ছিল। এই সময়ে ব্যাটসম্য়ানের ভূমিকায় ক্রিজে ছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার উসমান খোয়াজা। এই অজি তারকাই এক বলে বিরল ‘সাত’ রান নিয়েছিলেন।
কীভাবে এটি ঘটেছিল-
এদিন কুইন্সল্যান্ডের রান তাড়া করার সময়ে ম্য়াচের দ্বিতীয় ওভারে উইল সাদারল্যান্ড ওভার দ্য উইকেট বল করছিলেন। প্রথম ওভারের পর, প্রথম পাঁচ বলে ছয় রান আসে, প্রত্যেকটি রান খোয়াজার ব্যাট থেকে এসেছিল। ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের পাশে পিচ করে এবং খোয়াজা একটি টান খেলতে সুইভেল করেছিলেন। তিনি একটি আন্ডার-এজ পেয়ে♎ছিলেন, ডেলিভারিটি প্রায় স্টাম্পে কেটে দিয়েছিলেন, কিন্তু বলটি পরিবর্তে উইকেটের পিছনে বাউন🐎্ডারির দিকে চলে যায়।
আরও পড়ুন… সাদা বল ছিল না বলেই সে লাল বলে অনুশীলন 🅺করছিল: হার্দিকের টেস্ট দলে ফেরার জল🐼্পনায় জল ঢাললেন পার্থিব
বাউন্ডারিতে দারুণ ফিল্ডিং-
পিটার হ্যান্ডসকম্ব, চলতি বলটিকে ধরার জন্য তাড়া করেন, বাউন্ডারি লাইনের দড়িতে আঘাত করার ঠিক আগে তিনি বলটিকে ধরে নেন। এটি করার জন্য তিনি একটি দুর্দান্ত ডাইভিং প্রচেষ্টা করেছিলেন। এরপরে বলটি তিনি অন্য এক ফিল্ডা😼রের দিকে থ্রো করেন। সেই ফিলাড্র বাউন্ডারি লাইন থেকে বলটি উইকেটরক্ষকের দিকে নিক্ষেপ করেন।
দেখুন ভিডিয়ো-
আরও পড়ুন… ICC-র এলি🌼ট প্যানেল থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন, এবার অবসরের ঘোষণা করলেন পাক আম্পায়ার আলিম দার
ফিল্ডিং খারাপ হওয়ার কারণেই এই অবস্থা-
তবে ততক্ষণে উসমান খোয়াজা তৃতীয় রানটি সম্পূ্র্ণ করে ফেলেছিলেন। ডিপ থেকে থ্রো আসার সময় তিনি ক্রিজ🧜ের বাইরে ছিলেন। এই সময়ে বাউন্ডারি লাইন থেকে আসা বলটি বোলার পেয়ে যান। তিনি সেই সময়ে নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটারকে রান আউট করতে চান। এবং স্টাম্পের দিকে ছুঁড়ে দেন। তবে বোলারের সেই ফুল-ব্লাডেড থ্রো উইকেট থেকে অনেকটা দূর দিয়ে চলে যায়। সেই সময়ে বলটি ধরার জন্য কেউই ব্যাক আপে ছিলেন না। ফলে বলটি বাউন্ডারি ক্রস করে। এর ফলে উসমান খোয়াজা এক বলে বিরল সাত রান উপহার পেয়ে যান।
ম্যাচের ফল কী হয়েছিল?
ভিক্টোরিয়ার ২৪০/৭ রানের জবাবে কুইন্সল্যান্ড ৪৯.৫ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায়। এদিনের ম্য়াচে উসমান খোয়াজা ৭২ বলে ৫৭ রান করেছিলেন। এরপরেও ম্যাচটি জিততে পারেনি তাঁর দল। ম্যাচটি ছয় রা♚নে জেতে ভিক্টোরিয়া��।