এখন থেকেই আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এখন থেকেই বক্সিং-ডে টেস্টের টিকিটের চাহিদা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। নানা রিপোর্টে বলা হচ্ছে, ভারত থেকে নাকি এবারে দর্শক সংখ্যাও গতবারের তুলনায় বেশি হতে চলেছে। এর মাঝেই শোনা যাচ্ছে টিকিটের দাম নাকি বেড়েছে। এই সব দিক বিচার করে ক্রিকেটাররাও বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে নিজেদের প্রস্তুতিꦡ শুরু করে দিয়েছে।
বর্ডার-গাভসকর ট্রফির প্রস্তুতি নিচ্ছেন কামিন্স-
নভেম্বরে শুরু হতে যাওয়া বর্ডার-গাভসকর ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স। বুধবার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের একটি ভিডিয়ো প্র꧃কাশ পেয়েছে, যেটি তিনি নিজেই শেয়ার করেছেন। এই ভিডিয়োতে প্যাট কামিন্সকে নেটে বোলিং অনুশীলন করতে দেখা যাচ্ছে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… জন্মদিনে পার্ট♒ি নয়, জিমে সময়🦩 কাটালেন অর্জুন! ছেলের পরিশ্রম দেখে অভিভূত সচিন তেন্ডুলকর
আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এবং মেজর লিগ ক্রিকেটে অংশগ্রহণের পর প্যাট কামিন্স জাতীয় দল থেকে বিরতি নিয়েছিলেন। অস্ট্রেলিয়ান দল বর্তমানে ইংল্যান্ড ༒সফরে রয়েছে, প্যাট কামিন্স এই সিরিজের অংশ নন। এবার দীꦇর্ঘ বিরতির পরে আবার নেটে ফিরেছেন তিনি। নেটে ফেরার কারণ হল আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি। ভারতের বিরুদ্ধে নামার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন প্যাট কামিন্স।
আরও পড়ুন… ICC Test Rꦦanking-এ বড় পরিবর্তন! রোহিত-বিরাটদের ক্ষতি, প্রত্যাবর্তনে ঋষভ পন্তের চমক
কী জানালেন কামিন্স?
অস্ট্রেলিয়া ২০১৪-১৫ সাল থেকে ভারতের বিরুদ্ধে তাদের প্রথম টেস্ট সিরিজ জিততে চাইবে। ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। অস্ট্রেলিয়ান অধিনায়ক ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যাতে তাকে নেটে পুরো শক্তি দিয়ে বোলিং করতে দেখা যা𓆏চ্ছে। অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন যে তিনি আসন্ন মরশুমের জন্য😼 প্রস্তুতি নিচ্ছেন এবং নেটে ফিরে আসতে পেরে তিনি বেশ খুশি। প্যাট কামিন্স লিখেছেন, ‘বড় গ্রীষ্মের জন্য প্রস্তুত হচ্ছি। প্রাক-মরশুম বিরতির পর আবার বল করছি। চলুন দেখা যাক।’
আরও পড়ুন… IND vs BA🅠N ♚2nd Test: কানপুর টেস্ট কি বৃষ্টিতে ভেস্তে যাবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
হেড ও মার্শকে নিয়ে কী জানিয়েছিলেন কামিন্স?
এর আগে, প্যাট কামিন্স তার সতীর্থ ট্র্যাভিস হেড এবং মিচেল মার্শের সঙ্গে পন্তের আক্রমণাত্মক মনোভাবের তুলনা করেছিলেন। প্যাট কামিন্স বলেছিলেন, ‘প্রতিটি দলে এক বা দুইজন খেলোয়াড় থাকে যারা ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারেন। আপনি জানেন, আমাদের ট্র্যাভিস হেড এবং মিচেল মার্শের মতো খেলোয়াড় আছে। আমি মনে করি এই খেলোয়াড়দের সঙ্গে আমরা আক্রমণাত্মক 💫হতে চলেছি। আপন🐈ি যদি একটুও মিস করেন তবে তারা এটির জন্য প্রস্তুত থাকবে।’
পন্তকে নিয়ে কী জানিয়েছিলেন কামিন্স?
২৬ বছর বয়সি ঋষভ পন্ত, যিনি ২০১৮-১৯ এবং ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ায় ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, গত ২০২২ সালের ডিসেম্বরে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা𒁏য় আহত হওয়ার পর টেস্ট ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন। প্যাট কামিন্স ‘স্টার স্পোর্টস’-এ বলেছেন, ‘সে একজন খেলোয়াড় যে গত কয়েকটি সিরিজে ব্যাপক প্রভাব ফেলেছে এবং আমাদের তাঁকে শান্ত রাখার চেষ্টা করতে হবে।’ এখন কামিন্সের অনুশীলন দেখে অনেকে বলছেন তাহলে কি পন্তকে শান্ত রাখার হাতিয়ার তৈরি করছে কামিন্স? সময়ই এর উত্তর দেবে।