আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে, সমস্ত দলকে ৩১ অক্টোবর সন্ধ্যার আগে বিসিসিআই-এর কাছে তাদের ধরে রাখা প্লেয়ারদের তালিকা জমা দিতে হবে। চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ, সবার দিকে সকলের নজর ছিল। এদিকে, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক তথা বলিউড অভিনেতা শাহরুখ খানের একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে। এই ভিডিয়োতে শাহরুখ খানকে তাঁর দলের আফগান খেলোয়াড় রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে দেখা যায়। এরপরেই সকলে জল্পনা শুরু করেছেন, তাহলে কি পরের মরশুমের জন্য দলেরไ মালিকের সঙ্গে কথা বলে নিলেন শাহরুখ খান।
আরও পড়ুন… বাবর আজম নাকি ভিভিয়ান রিচার্ডস! প্রাক্তন পাক অধিনায়ককে নিয়ে রামিজ রা⛎জার আজব মন্তব্য
শাহরুখ খানকে নিয়ে রহমানউল্লাহ গুরবাজের সাক্ষাৎ
জানিয়ে রাখি শাহরুখ খান বর্তমানে দুবাইয়ে রয়েছেন। যেখানে তিনি তার ছেলে আরিয়ান খানের বিলাসবহুল ব্র্যান্ড D'YAVOL-এর লঞ্চ ইভেন্টে নাচও করেছিলেন। এই ঘটনার অনেক ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যার একটিতে তাঁকে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে দেখা যাচ্ছে। একদিকে, আইপিএল ২০২৫-এর রিটেনশন লিস্টের বিষয়টি খবরে রয়ে গেছে। এমন পরিস্থিতিতে শꦛাহরুখ খান এবং গুরবাজকে এক সঙ্গে দেখাকে ধরে রাখার দিকে একটি বড় লক্ষণ হিসাবে দেখা হচ্ছে। এই ভিডিয়োতে গুরবাজকে জড়িয়ে ধরেছিলেন শাহরুখ খান।
দেখুন সেই ভিডিয়ো-
কেকেআর কোন খেলোয়াড়দের ধরে রাখতে পারে?
শাহরুখ খানের এই ভিডিয়ো এমন এক সময়ে প্রকাশ্যে এসেছে যখন কলকাতা থেকে আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া হবে বলে জল্পনা চলছে। রাসেল, যিনি ২০১৪ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন। যদি মিডিয়া রিপোর্ট বিশ্বাস করা হয়, কলকাতা নাইট রাইডার্স চার জন খেলোয়াড়কে ধরে রাখতে আগ্রহ দেখাচ্ছে। যদিও এই তালিকায় শ্রেয়স আইয়ারের বিষয়টি এখনও কিছু স্পষ্ট নয়। এই চার খেলোয়াড়ের নাম হতে পারে সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এবং হর্ষি𝐆ত রানা। এই ক্রমানুসারে এই খেলোয়াড়দের ধরে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে এবং হর্ষিতকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে ধরে রাখা যেতে পারে।
আরও পড়ুন… IPL 2025 Auction এর আগে কি KKR-র সঙ্গে শ্রেয়সের আলোচনা হয়েছে? সামনে আসছꦇে বড় আপডেট
শ্রেয়স আইয়ার নিয়ে খবর পাওয়া যাচ্ছে-
শ্রেয়স ও কেকেআর ইস্যুতে একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, ‘গত শুক্রবার পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনও কথা হয়নি। তবে শ্রেয়স আইয়ার এবং কেকেআর নিয়ে অনেক কথা চলছিল কিন্তু ভবিষ্যতেꦑর পরিকল্পনা বা আইপিএল ধরে রাখার বিষয়ে কোনও আলোচনার জন্য দুজন কখনওই টেবিলে বসেনি। প্রথম কথোপকথনটি রবিবার হয়েছিল।’