চলতি বিজয় হাজারে ট্রফির পাঁচ ম্যাচে মাঠে নেমে চতুর্থ জয় তুলে নিল বাংলা। নাগাল্যান্ড ও বরোদার বিরুদ্ধে জোড়া জয়ে অ🎀ভিয🐎ান শুরু করা সুদীপ ঘরামিরা নিজেদের তৃতীয় ম্যাচে তামিলনাড়ুর কাছে পরাজিত হন। তবে চতুর্থ ম্যাচে মধ্যপ্রদেশকে হারিয়ে জয়ের রাস্তায় ফেরে বাংলা। এবার টুর্নামেন্টে নিজেদের পঞ্চম লিগ ম্যাচে গোয়াকে কার্যত গোহারান হারাল তারা।
রবিবার মুম্বইয়ে টস জিতে গোয়াকে শুরুতে ব্যাট করতে পাঠান বাংলা দলনায়ক সুদীপ ঘরামি। গোয়া ২৮.৪ ওভার🌼ে মাত্র ১০৬ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ৩৪ র🍰ান করেন দীপরাজ গাঁওকর। ৪৬ বলের অপরাজিত ইনিংসে তিনি ৫টি চার মারেন।
এছাড়া🔥 ইশান গাড়েকর ১১, সূয়াশ প্রভুদেশাই ১৫, দর্শন মিশাল ১০, কৃষ্ণমূর্তি সিদ্ধার্থ ১৩, রাহুল ত্রিপাঠী ১ ও লক্ষয় গর্গ ৮ রান করেন। শূন্য র🌜ানে আউট হন গোয়ার চারজন ব্যাটার। সেই তালিকায় রয়েছেন অর্জুন তেন্ডুলকরও। এছাড়া খাতা খোলার আগেই মাঠ ছাড়েন স্নেহাল কথাঙ্কর, বিকাশ সিং ও মোহিত রেডকর। গোয়া ১৪ রান উপহার পায় অতিরিক্ত হিসেবে। নাহলে তাদের পক্ষে ১০০ রানের গণ্ডি টপকানোও সম্ভব হতো না।
বাংলার হয়ে ৭ ওভার বল করে ২টি মেডেন-সহ মাত্র ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন আকাশ দীপ। ৫ ওভারে ৩৯ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন মহম্মদ কাইফ। ২ ওভারে ৩ রান খরচ করে ২টি উইকেট নেন করণ লাল। শাহবাজ আহমেদ ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন। উꦫইকেট পাননি ইশান পোড়েল ও প্রদীপ্ত প্রামানিক।
পালটা ব্যাট করতে নেমে বাংল🅷া ২২.৩ ওভ𓆏ারে ২ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৬৫ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিজেদের নেট রান-রেটও বিস্তর বাড়িয়ে নেয় তারা।
আরও পড়ুন:- India Women Squad: রিচার সঙ♊্গে ভারতের টেস্ট ও T20I স্কোয়াডে বাংলার সাইকা-তিতাস
ওপেন করতে নেমে হাবিব গান্ধী নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন। অপর ওপেনার আভিষেক পোড়েল ২টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ২০ রান করে মাঠ ছাড়েন। ক্যဣাপ্টেন সুদীপ ঘরামি ২টি বাউন্ডারির সাহ☂ায্যে ২১ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ২১ রান করে নট-আউট থাকেন শাহবাজ আহমেদ।
গোয়ার অর্জুন তেন্ডুলকর ৭.৩ ওভার বল করে ৪৬ 🐻রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ১৮ রানে ১ উইকেট নেন দর্শন মিশাল।