কিছু দিন আগেই ভারতীয় ক্রিকেটে একটি নাম খুব চর্চায় এসেছিল, সেটি হল সমিত দ্রাবিড়। আসলে রাহুল দ্রাবিড়ের ছেলেকে ঘিরে সকলের আগ্রহ দেখা গিয়েছিল। ভারতীয় দলের অনূর্ধ্ব ১৯ দলেও সুযোগ পেয়েছিলেন দ্রাবিড়ের ছেলে। তবে খেলার সুযোগ পাননি তিনি। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের সন্তানের নাম। তিনি হলেন বীরেন্𓄧দ্র সেহওয়াগের পুত্র আর্যবীর সেহওয়াগ।
এর আগেও ভারতীয় ক্রিকেটারকে দেখা গিয়েছিল যাদের বাবারা ভারতীয় ক্রিকেটের আঙিনায় নিজেদের প্রমাণ করেছিলেন। এর মধ্যে রয়েছে সুনীল গাভাসকর (পিতা)-রোহন গাভাসকর (ছেলে)-এর কথা আগে আসবে। যোগরাজ সিং (পিতা)-যুবরাজ সিং (ছেলে)। এব꧟ার সেই তালিকায় নিজেরনাম লেখাতে চান বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর সেহওয়াগ।
ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সর্বোচ্চ চেষ্টা করছেন বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর সে🦋হওয়াগ। এখন তিনি দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের জন্য নির্বাচিত হয়েছেন। এখন তাঁকে ২০২৪-২৫ ঘরোয়া মরশুমের জন্য ভিনু মানকদ ট্রফি ওডিআই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। পন্ডিচেরিতে ৪ অক্টোবর থেকে শুরু হবে ভিনু মানকড় টℱুর্নামেন্ট। এ জন্য দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয়েছে প্রণব পন্তকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সার্থক রায়।
আরও পড়ুন… আমি কতটা ভালো সেটা দেখাতে চাই- ENG vs IND Test সিরিজের আগে আগরকরদের ཧবার্তা দিলেন চাহাল
আর্যবীর দিল্লির অনূর্ধ্ব-১৬ দলেরও অংশ ছিলেন-
দিল্লি এবং জেলা ক্রিকেট অ্ไযাসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্বাচিত খেলোয়াড়দের ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শিবাজি কলেজ গ্রাউন্ডে সকাল নয় টায় রিপোর্ট করতে হবে। ক্রিকেটারদের দলের প্রধান কোচের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। আর্যবীর এর আগেও দিল্লি অনূর্ধ্ব-১৬ দলের অংশ ছিলেন। তখন তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন।
ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছেন বীরেন্দ্র সেহওয়াগ
ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই ক্রিকেট খেলেছেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে দুটি ট্রিপল সেঞ্চুরি করেছেন। তিনি ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৭ এবং ওডিআই বিশ্বকাপ ২০১১ জিতেছেন এমন দলের একজন অংশ ছিলেꦓন। তিনি টিম ইন্ডিয়ার হয়ে ১০৪টি টেস্ট ম্যাচে ৮৫৮৬ রান এবং ২৫১টি ওডিআই ম্যাচে ৮২৭৩ রান করেছেন। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার নামে রয়েছে ৩৯৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামে ৩৮টি সেঞ্চু📖রি রয়েছে।