꧃ গত ওয়ান ডে বিশ্বকাপ থেকেই শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট দলের এক নতুন রীতি। ঘরের মাঠে বিশ্বকাপের প্রতি ম্যাচের পরেই দলের সেরা ফিল্ডারকে পুরস্কৃত করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের পরেও একটু কাটছাঁট করে সেই রীতি বজায় রাখে টিম ইন্ডিয়া। এবার প্রতি ম্যাচের পরিবর্তে প্রতি সিরিজের শেষে দলের সেরা ফিল্ডারকে স্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় ইমপ্যাক্ট ফিল্ডার মেডেল দিয়ে।
𓆉বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে আফগানিস্তানকে সুপার ওভারে হারিয়ে দেয় ভারত। সেই সুবাদে তারা ৩ ম্যাচের টি-২০ সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে। রীতি মেনে চিন্নাস্বামীর ড্রেসিংরুমেই সিরিজের সেরা ফিল্ডার বেছে নেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ।
✨সিরিজের ৩টি টি-২০ ম্য়াচে ভারতীয় ফিল্ডাররা মোট ১১টি ক্যাচ ধরেন। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রিঙ্কু সিং ২টি করে ক্যাচ ধরেন। ১টি করে ক্যাচ ধরেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, আবেশ খান ও রবি বিষ্ণোই। রিঙ্কু বেঙ্গালুরুর সুপার ওভারে একজোড়া ক্যাচ ধরেন। দুই উইকেটকিপার জিতেশ শর্মা ও সঞ্জু স্যামসন ১টি করে স্টাম্প আউট করেন। কোহলি, স্য়ামসন, আর্শদীপ ও যশস্বী ১টি করে রান-আউটও করেন।
ౠবিরাট কোহলিরা সিরিজে বেশ কিছু রান বাঁচান। বেঙ্গালুরুতে বিরাট কোহলি বাউন্ডারি লাইনে লাফিয়ে একটি নিশ্চিত ছক্কা বাঁচিয়ে দেন। সিরিজের ২টি ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত ফিল্ডিং করার সুবাদে কোহলি শেষমেশ জিতে নেন সেরা ফিল্ডারের পুরস্কার। এক্ষেত্রে তিনি পিছনে ফেলে দেন রিঙ্কু সিংকে।
🐼সিরিজের শেষে ভারতের ফিল্ডিং কোচ বলেন, ‘দারুণ খেলেছ ছেলেরা। যখন আমরা মাঠে নিজেদের বাস্তব জ্ঞানের সঙ্গে নৈপুণ্য কাজে লাগাই, ম্যাচে অনেক ফারাক গড়ে দিতে পারি। আজ তার যথাযথ নমুনা দেখা গিয়েছে। ওয়াশি (সুন্দর), সঞ্জু অসাধারণ ফিল্ডিং করেছে। সিরিজ শুরুর আগে আমরা একটি সম্ভাবনা নিয়ে কথা বলেছিলাম। শুধু দারুণ ক্যাচ ধরা বা রান বাঁচানোই নয়, বরং ম্যাচের পরিস্থিতি অনুধাবন করা জরুরি। একসঙ্গে দু’জন ফিল্ডারের বলের পিছনে ধাওয়া করা, একজন বল ছোঁড়ার সময়ে অন্যজনের ব্যাক-আপ দেওয়া, এই ধরণের অনেক বিষয় এই সিরিজে দেখা গিয়েছে। এর জন্য আমি সকলকে কৃতিত্ব দেব। শুধু যারা মাঠে নেমেছিল তাদেরই নয়, বরং যারা বাইরে বসেছিল, তাদেরও কৃতিত্ব প্রাপ্য।'
♛টি দিলীপ আরও বলেন, ‘গোটা সিরিজের ধারাবাহিক পারফর্ম্যান্সের নিরিখে ২ জনকে আমি মনোনীত করেছি। আমি রিঙ্কুকে বেছে নিয়েছি। যেভাবে ও ফিল্ডিং করেছে, ওর নৈপুণ্য ছিল অসাধারণ। এছাড়া আরও একজন আমাদের বারবার দেখিয়েছে যে, সেকেন্ডের ভগ্নাংশ সময়ে কীভাবে সিদ্ধান্ত নিতে হয়। শরীর ছুঁড়ে রান বাঁচানো থেকে অন্যকে ব্যাকআপ করা, এই সব ক্ষেত্রে কোহলির দিক থেকে চোখ সরিয়ে রাখা সম্ভব নয়।’
🎶ভারতের ফিল্ডিং কোচ শেষ করেন এই বলে যে, 'আমি বিজয়ীর নাম ঘোষণা করার আগে একটা কথা বলতে চাই। ও (কোহলি) বিশ্বকাপে একজোড়া মেডেল জিতেছে। আমার মনে আছে যে, ওয়েস্ট ইন্ডিজে ও আমাকে বলে স্লিপে দাঁড়াতে চায় না। বদলে শর্টে অথবা ফাইন লেগে ফিল্ডিং করতে চায় যাতে নতুনদের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া যায়। ও শুধু নিজের কাজ যথাযথ করেছে এমন নয়, সেই সঙ্গে বাকিদেরও অনুপ্রাণিত করেছে। আমি চাই ও যেটা করে দেখায়, নতুনরা তার অর্ধেক অন্তত করে দেখাক। তাহলেই দলকে অন্যরকম দেখাবে। তাই এই সিরিজের সেরা ফিল্ডার অন্য কেউ নয়, বরং বিরাট কোহলি।'