💜 আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রানের রেকর্ড আগে থেকেই বিরাট কোহলির দখলে রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সব থেকে বেশি সেঞ্চুরিও করেছেন বিরাট কোহলি। আইপিএল ২০২৫-এর আসরে বেশ কিছু রেকর্ড গড়ার হাতছানি রয়েছে কোহলির সামনে। উদ্বোধনী ম্যাচ থেকেই সেই কাজ শুরু করে দেন তিনি।
ꦍশনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামা মাত্রই দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন বিরাট কোহলি। তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ৪০০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন। অর্থাৎ, ইডেনে কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্য়াচটি কোহলির টি-২০ কেরিয়ারের ৪০০তম ম্যাচ।
🌱তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৪০০ টি-২০ ম্যাচ খেলার নজির গড়েন কোহলি। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন রোহিত শর্মা ও দীনেশ কার্তিক। রোহিত শর্মা আইপিএল ২০২৫-এর আগে পর্যন্ত মোট ৪৪৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি টি-২০ খেলার রেকর্ড রয়েছে রোহিতেরই।
𓄧এই নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কার্তিক। দীনেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএল খেলাও ছেড়েছেন। তবে তিনি এসএ-২০'তে মাঠে নামেন। দীনেশ বর্ণোজ্জ্বল কেরিয়ারে মোট ৪১২টি টি-২০ ম্যাচ খেলেছেন। সুতরাং, শনিবার রোহিত-কার্তিকের সঙ্গে এলিট লিস্টে যোগ দিলেন বিরাট কোহলি।
সব থেকে বেশি টি-২০ খেলা ৩ ভারতীয়
১. রোহিত শর্মা- ৪৪৮টি।
২. দীনেশ কার্তিক- ৪১২টি।
৩. বিরাট কোহলি- ৪০০টি।
এশিয়ায় ১১ হাজার টি-২০ রান কোহলির
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚউল্লেখযোগ্য বিষয় হল, কোহলি এমন মাইলস্টোন ম্যাচ দুর্দান্ত রেকর্ড দিয়ে স্মরণীয় করে রাখেন। তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এশিয়ার মাটিতে ১১ হাজার টি-২০ রান পূর্ণ করেন। মাইলস্টোনে পৌঁছতে কোহলির দরকার ছিল মাত্র ২৪ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন। এই ম্যাচের পরে এশিয়ার মাটিতে কোহলির টি-২০ রান দাঁড়ায় ১১০৩৫।
কেকেআরের বিরুদ্ধে আইপিএলে ১০০০ রান বিরাটের
💞এছাড়াও বিরাট এদিন কেকেআরের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ১০০০ রানের মাইলস্টোন টপকে যান। কলকাতার বিরুদ্ধে চার অঙ্কের রানে পৌঁছতে বিরাটের দরকার ছিল ৩৮ রান। ইডেনে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকানোর পথে নাইটদের বিরুদ্ধে এই অনবদ্য মাইলফলক টপকে যান বিরাট। কেকেআরের বিরুদ্ধে ৩২টি ইনিংসে ব্যাট করে ১০০০ টপকান কোহলি। এই ম্যাচের পরে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে বিরাটের রান দাঁড়ায় ১০২১।
দাপুটে হাফ-সেঞ্চুরি কোহলির
💫বিরাট শনিবার ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৩৬ বলে ৫৯ রান করে নট-আউট থাকেন কোহলি। সুতরাং, কেকেআরের বিরুদ্ধে এই ম্যাচে তিনটি ব্যক্তিগত নজির গড়েন বিরাট। প্রথমত, তিনি ৪০০ টি-২০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন। দ্বিতীয়ত, এশিয়ার মাটিতে ১১ হাজার টি-২০ রান পূর্ণ করেন কোহলি। তৃতীয়ত, কেকেআরের বিরুদ্ধে আইপিএলে ১০০০ রান পূর্ণ করেন বিরাট।