আইপিএল ২০২৫ শুরুর আগে পঞ্জাব কিংসের প্র্যাক্টিস ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই সঙ্গে দাপুটে বোলিংও করেন অজি তারকা। ব্যাট হাতে নজর কাড়েন🌃 আর এক অজি অল-রাউন্ডার মার্কাস স্টইনিস। তবে সব থেকে চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দেন পাইলা অবিনাশ। অন্ধ্রের আনকোরা এই ব্যাটার রীতিমতো তাণ্ডব চালান ব্যাট হাতে।
শুক্রবার মুল্লানপুরের আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে পিবিকেএস-এ টিম। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। মার্কাস স্টইনিস নিশ্চিত হাফ-সেঞ্চুর🀅ি মাঠে ফেলে আসেন। তিনি ৩৯ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন।
ঝোড়ো ইনিংস ম্যাক্সওয়েল-অবিনাশের
গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ২০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এমন আগ্রাসী ব্যাটিংয়ে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য ১২ বলে ২৮ রানের মারকাটারি ইনিং𒁃স খেলে ক্রিজ ছাড়েন। সূর্যংশ শেজ করেন ২৩🌱 রান। অবিনাশ ১৬ বলে ৩৮ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে অপরাজিত থাকেন।
পিবিকেএস-বি দলের হয়ে ২টি উইকেট নে💞ন জেভিয়ার বার্টলেট। ১টি করে উইকেট সংগ্রহ করেন যুজবেন্দ্র চাহাল, মারকো জানসেন ও লক꧅ি ফার্গুসন।
জলে যায় অ্যারন হার্ডির ঝোড়ো হাফ-সেঞ্চুরি
পালটা ব্যাট করতে নেমে পি﷽বিকেএস-বি দল ১৮২ রানে আটকে যায়। অর্থাৎ, ২০ রানের ব্যবধানে ম্যাচ জেতেন ম্যাক্সওয়েলরা। বি-দলের হয়ে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন অ্যারন হার্ডি। যদিও দলকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না তাไঁর প্রয়াস। হার্ডি ২৮ বলে ৫৩ রান করে ক্রিজ ছাড়েন। মারকো জানসেন ব্যাট হাতেও উল্লেখযোগ্য ইনিংস খেলেন। তিনি ২২ বলে ৩০ রানের যোগদান রাখেন।
পিব༒িকেএস-এ দলের জয়ে বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন। এছাড়া ২টি করে উইকেট নেন বিজয়কুমার বৈশাক ও কুলদীপ সেন। ১টি করে উইকেট🌃 পকেটে পোরেন আর্শদীপ সিং ও হরপ্রীত ব্রার। উল্লেখ্য, পঞ্জাব কিংসের আগের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নজর কাড়েন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ও উইকেটকিপার প্রভসিমরন সিং।
পঞ্জাব কিংস এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অভিযান শুরু করবে শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটানসের বিরুদ্ধে💮। আগামী ২৫ ✤মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।