২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত প্রতি বছর আইপিএলে মাঠে নেমেছেন কেন উইলিয়ামসন। তবে ২০২৫ আইপিএল নিলামে দল পাননি কিউয়ি তারকা। যদিও ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আঙিনা থেকে দূর🦩ে নেই উইলিয়ামসন। এবছর অন্য ভূমিকায় আইপিএলে দেখা যাচ্ছে উইলিয়ামসনকে।
নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটারকে এবার আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। অংশ নিচ্ছেন বিশেষজ্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚঞদের আলোচনাতেও। তবে এরই ফাঁকে সহ-ধারাভাষ্যকারদের সঙ্গে আড্ডা দিতেও দেখা যাচ্ছে কেনকে।
আইপিএলের ব্রডকাস্টার স্টার স্পোর্টসের তরফে ক্রিকেটের বাইরেও বিভিন💝্ন অনুষ্ঠানে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটপ্রেমীদের একাত্ম করার চেষ্টা করা হয়। মজাদার সব ঘটনার ভিডিয়ো তুলে ধরা হয় ম্যাচ চলাকালীন বা ম্যাচের বাইরে। সম্প্রতি কেন উইলিয়ামসনকে নিয়ে স্টার স্পোর্টস এমনই একটি ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।
স্টার স্পোর্টসের সেই ভিডিয়োয় কেন উইলিয়ামসনের হিন্দি ভাষার প্রতি দক্ষতা যাচাই করতে দেখা যায় হরভজন সিংকে। যদিও উইলিয়ামসনের হিন্দিজ্ঞান দেখে হেসেই খুন ভাজ্জিরা। ভিডিয়োর শুরুতেই উইলিয়ামসন হিন্দিতে নিজের পরিচয় দেন এক্কেবারে সিনেমার ঢংয়ে।ﷺ তিনি বলেন, ‘হায়, আমি কেন মাম। নাম তো শুনেই থাকবেন।’
তার পরেই আসে আসল প্রসঙ্গ। অনুষ্ঠানে হরভজন সিং কেন উইলিয়ামসনের হাতে একটি চিরকুট দেন, যাতে একটি হিন্দি শব্দ লেখা ছিল। সেই শব্দের মানে খুঁজে বার করতে হতো কিউয়ি তারকাকে। চিরকুটে লেখা ছিল ‘শতক’ যার অর্থ হল শতরান বা সেঞ্চুরি। সহজ হিඣন্দি শব্দ হলেও কেন উইলিয়াম༺সন তার মানে জানতেন না।
এমন সময় হরভজন সিং উইলিয়ামসনকে হিন্ট দౠিয়ে বলেন যে, তোমার এটা অনেকগুলো আছে। ভাজ্জির সূত্র ধরতে না পেরে কেন উইলিয়ামসন বলেন, ‘বাচ্চা? আমার তিনটি রয়েছে।’
উইলিয়ামসনের মুখে শতক মানে বাচ্চা শুনে হেসে কার্যত গড়িয়ে পড়েন ভাজ্জিরা। যদিও তার পরেও সঠিক ম🧔ানেটা জানানো হয়নি কিউয়ি তারকাকে। বরং আরও একটু হিন্ট দেওয়া হয়। বলা হয় যে, এটা তোমার তিনটির বেশি রয়েছে। উইলিয়ামসন এক্ষেত্র নিজের নেওয়া উইকেট সংখ্যার কথা ভাবেন। শেষে যখন তাঁকে বলা হয় যে, যেটায় 🎶তুমি পারদর্শী এটা তারই মাইলস্টোন। তার পরে উইলিয়ামসন বুঝতে পারেন শতকের আসল মানে হল শতরান।
কেন উইলিয়ামসনের আইপিএল কেরিয়ার
উল্লেখ্য, কেন উইলিয়ামসন নিজের আইপিএল কেরিয়ারে মোট ৭৯টি ম্যাচ খেলেছেন। ৩৫.৪৭ গড়ে সংগ্রহ করেছেন▨ ২১২৮ রান। তিনি আইপিএলে ১৮টি হাফ-সেঞ্চুরি করেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কেন উইলিয়ামসম মোট ৪৮টি শতরান করেছেন।