চেনা ছন্দের ধারে কাছে নেই পা൩কিস্তানের ক্রিকেটরার বাবর আজম। এতদিন পর্যন্♛ট টানা তিনি দলেে থাকলেও পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকরা সম্প্রতি বাবরকে দল থেকে বাদ দিয়েছেন। যদিও সাময়িকভাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দুটি ম্যাচে খেলবেন না সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সফলতম ব্যাটার। তারপরেই আবারও ফিরবেন দেশের জার্সিতে।
বাবর আজমকে বিশ্রাম🐠 দেওয়ার পাশাপাশি দলের আরও দুই তারকা শাহিন আফ্রিদি এব নাসিম শাহকেও শেষ দুই টেস্টের জন্য পাকিস্তান দলের বাইরে রাখা হয়েছিল। আর এই সিদ্ধান্ত যথেষ্ট প্রভাব ফেলে দলের খেলায়। বাবরের পরিবর্তে দলে ঢোকা ক্রিকেটার কামরন গুলাম করেন শতরান, পাশাপাশি ইংল্যান্ডকেও ঘরের মাঠে হারিয়ে দিয়ে বহুদিন পর টেস্ট জয়ের স্বাদ পায় পাকিস্তান।
আরও পড়ুন-অবসর জল্পনা উ🃏স্কে দিলেন KL রাহুল! হারের পর মাঠকে করলেন প্রণাম! এটাই শেষ টেস্ট ছিল?
চাপের মুখে পড়ে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত-
এর পর থেকেই প্রশ্ন উঠছিল, তাহলে বা🐬বর আজমের খারাপ পারফরমেন্সই কি পাকিস্তানের খেলায় প্রভাব ফেলছিল? এই অবস্থায় পাকিস্তান দলেরই বি কি করণীয়, বাবর আজমই বা রানের মধ্যে ফিরতে ঠিক কি করতে পারেন। কারণ লাগাতার খারাপ পারফরমেনসের জেরে, সম্প্রতি তিনি সিমিত ওভারের ক্রিকℱেটের অধিনায়ক পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন-‘নিচ মানসিকতার বদলাও…’! বাবরের ♉পাশে দাঁড়ﷺিয়ে পাকিস্তান সমর্থকদের নিশানা আমিরের…
মানসিক দিকে জোর দেওয়া উচিত বাবরের-
এরই মধ্যে বাবর আজমকে বড় পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। তাঁর মতে রানে ফিরতে গেলে, বাবরের এই মূহূর্তে চাপহীন থাকা অত্যন্ত জরুরী। তাই শারীরিক ফি🌟টনেসের পাশাপাশি মানসিক দিক থেকেও ভালো জায়গায় থাকতে হবে পাকিস্তানের এই ক্রিকেটারকে, মন বীরুর।
আরও পড়ুন-�🅠�‘অত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে একটু সাবধানে’! পন্তকে নিয়ে চিন্তায় ‘দাদা’ রোহিত…
ঘরোয়া ক্রিকেট খেলা উচিত-
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে সাক্ষাৎকারে বীরেন্দ্র সেহওয়াগ জানান, ‘এখন বাবর আজমের উচিত কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলা এবং পরিবারের সঙ্গে সময় কাটানো। চাপহীন থেকে মানসিকভাবে ভালো জায়গায় থাকা এবং তারপর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা। ওর থেকে যেহেতু সমর্থকদের আশা কমছে, তা দেখে মনে হচ্ছে টেকনিকের থেকেও ওর মানসিক দিক থেকে বেশি সমস্যা হয়েছে। সম্প্রতি 🌳অধিনায়কত্বও ছেড়েছে। তাই ওর মতো প্রতিভাবান ক্রিকেটারের উচিত, নিজেকে সময় দেওয়া এবং মানসিকভাবে ফিট করে তোলা ’।