শনিবার আইসিসি টি২০ বিশ্বকাপে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। ব্যাট হাতে রোহিত শর্মা যতটা সফল এই প্রতিযোগিতায়, ব্যাট হাতে আরেক ওপেনার বিরাট কোহলি ততটাই ব্যর্থ। এই পরিস্থিতিতে আর একটা ম্যাচ। সেই ম্যাচে জিততে পারা মানেই ইতিহাস তৈরি করা। ১৭ বছরের অপেক্ষার পর দ্বিতীয়বার এই ট্রফি জিততে পারবে ভারতীয় দল। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই একই আসনে বসবে টিম ইন্ডিয়া। তাঁদেরও ট্রফি ক্যাবিনেটে দ্বিতীয় টি২০ বিশ্বকাপের ট্রফি ঢুকে যাব🅷ে। এই আবহেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে বড় বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। দেশের হয়ে দুটি বিশ্বকাপ জয়ের নায়ক বলছেন, ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে যদি ভারতীয় দল চ্যাম্পিয়ন হত তাহলে বিরাট কোহলি বা রোহিত শর্মা আর টি২০ বিশ্বকাপে খেলতেন না। এই বক্তব্যের মধ্যে দিয়ে অন্য কিছু বোঝানোর চেষ্টা করলেন কিনা বীরু, তা বলা যাচ্ছে না।
আরও পড়ুন-'ওপরে বল দিক, এমন দেব না'! লিভিংস্ট🙈োনকে ছয় মেরে কথা রাখলেন হিটম্যওান
এমনিতেই গৌতম গম্ভীর সদ্য ভারতীয় দলের কোচের পদে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলেন সাফল্য না পেলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি সিনিয়র ক্রিকেটারদের জন্য শেষ সু🦂যোগ হতে পারে। এই মূহূর্তে রোহিত শর্মার বয়স ৩৭, বিরাট কোহলির বয়স ৩৫। ফলে সিনিয়র ক্রিকেটার বলতে যে তাঁদেরই বোঝানো হয়েছিল, তা বলাই বাহুল্য। এরই মধ্যে বীরুর মন্তব্যে জল্পনা তৈরি হল, টি২০ ꦫবিশ্বকাপ জিতলে কি রোহিত বা বিরাট কোহলির মধ্যে কেউ অবসর নিতে পারেন?
আরও পড়ুন-৬ মাস আগে মুম্বইয়ের অধিনাꦜয়কত্বও পায়নি! জিরো থেকে হিরো রোহিতে মুগ্ধ মহারাজ
ভারতীয় দলের হয়ে জোড়া বিশ্বকাপ জেতা বীরেন্দ্র সেহওয়াগ বলছেন, 🦋‘যে কোনও সিনিয়র ক্রিকেটারই যখন বিশ্বকাপে খেলে তখন তাঁর মাথার মধ্যে ঘুরতে থাকে যে এটাই আমার শেষ বিশ্বকাপ, এটা চ্যাম্পিয়ন হয়েই শেষ করব। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল জিততে পারলে হয়ত দুজনের মধ্যে(রোহিত এবং বিরাটের মধ্যে ) একজন এই টি২০ বিশ্বকা🐼পে খেলত না। কিন্তু সেটা জিততে না পারায় বিশ্বকাপ জেতার খিদে এখনও রয়েছে ওদের মধ্যে, তাই সমর্থকদের জন্য জিততে মরিয়া তাঁরা ’।
আরও পড়ুন-জিতিয়েছেন আইএসএল শিল্ড! তবু মꦓোহ🏅নবাগানের বাতিলের তালিকায় বুড়ো কাউকো, হেক্টর
দুই ক্রিকেটারের অবসর প্রসঙ্গে বীরেন্দ্র সেহওয়াগ আরও বলেন, ‘হয়ত ওরা এবারের টি২০ বিশ্বকাপ জিতলে বলতে পারে যে এটাই শেষ, এরপর আর সিমিত ওভারের বিশ্বকাপে খেলব না। কিন্তু যদি ফিটনেস থাকে এবং পারফরমেন্স করতে পারে, তাহলে আরও একটা বিশ্বকাপ ওরা খেলতেই পারে নিশ্চিতভাবে ’। শনিবার টি২০ বিশ্বকাপ জিতলে যেমন অধিনায়ক 🌳হিসেবে প্রথম আইসিসির ট্রফির স্বাদ পাবেন রোহিত শর্মা, তেমনই প্রথম টি২০ বিশ্বকাপ জিতবেন বিরাট কোহলি। আবার ক্রিকেটার জীবনে একবারও বিশ্বকাপ না জেতা রাহুল দ্রাবিড় কোচ হিসেবে সেই স্বপ্নপূরণ করতে পারবেন।