ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর আবারও ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ဣধোনিকে খোঁচা দিয়েছেন। বলেছেন যে, মিডিয়ার লোকজন এবং ভক্তরা কেবল অধিনায়কেরই গুণগান করেন।বাকি খেলোয়াড়দের তাঁরা একেবারে যেন মুছেই ফেলেছেন। ভুলে গিয়েছেন, বাকিরাও শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন।
২০১১ সালের ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ১৯৮৩ সালের পর ফের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ভারত। সে বার টিম ইন্ডিয়াই ওডিআই বিশ্বকাপ জয়ী প্রথ𝔍ম আয়োজক দেশ হয়ে ওঠে। গৌতম গম্ভীর ৯৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন। এমএস ধোনি আবার ৯১ রানে অপরাজিত ছিলেন। ভারত ২৭৫ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল।
নুয়ান কুলাসেকারা ৪৯তম ওভারে বল 🏅করতে এসেছিলেন। সেই ওভারের দ্বিতীয় বলে ধোনি একটি ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন। এবং দ্বিতীয় বജারের জন্য দেশকে ওয়ানডে-তে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন।
আরও🌃 পড়ুন: বোলার হিসেবে T20-তে সিরিজ সেরা হয়ে নজির বুমরাহের,শুধু ভুবিকে ছাড়ানোর অপেক্ষা
সেই ভারﷺতীয় দলে প্রায় প্রতিটি প্লেয়ারই কোনও না কোন ভাবে ভারতের বিশ্বকাপ জয়ে সম্মিলিত ভাবে অবদান রেখেছ🐓িলেন। যেমন যুবরাজ সিং, যিনি ৩৫০ রান করেছিলেন এবং ১৫টি উইকেট নিয়ে সিরিজের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন। সচিন তেন্ডুলকর, যিনি টুর্নামেন্টে দু'টি সেঞ্চুরি করেছিলেন। এছাড়া বীরেন্দ্র সেহওয়াগ, মুনাফ প্যাটেল, জহির খানরা বিশ্বকাপের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন। তবে গম্ভীরের মতে, এত কিছুর পরেও সেই জয়ের জন্য ধোনিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তাঁর মতে, ‘আমরা ২০১১ বিশ্বকাপ জয়ের জন্য যুবরাজকেই যথেষ্ট কৃতিত্ব দিইনি।’
২৮ বছরꦬ পর শিরোপা ঘরে তুলতে ২০১১ সালের ২ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে গৌতম গম্ভীর এবং মহেন্দ্র সি꧒ং ধোনি যে ব্যাট হাতে অমূল্য অবদান রেখেছিলেন, তা কোনও গোপনীয় বিষয় নয়। তবে গম্ভীর বলেছেন যে, যুবরাজ, জাহির খান, সুরেশ রায়না এবং মুনাফ প্যাটেলদের মতো প্লেয়াররাও অন্যদের মতোই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন: এশিয়া কাপ আর বিশ্বকাপের আগেই স্ত্রীর চালে চ𓄧াপে শামি, জামিন পেতে দৌড়তে হবে আদালতে
গম্ভীর Rev Sportz-এ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা কি যুবরাজ সিংকে ২০১১ বিশ্বক🗹াপে তার দুরন্ত পারফরম্যান্সের জন্য যথেষ্ট কৃতিত্ব দিয়ে থাকি? জহির খানের উদ্বোধনী স্পেল নিয়ে কি আমরা যথেষ্ট উদযাপন করি? চার মেডেন ওভার দিয়ে বিশ্বকাপের ফাইনাল শুরু করা অবিশ্বাস্য, তবুও ওকে যথেষ্ট কৃতিত্ব দেওয়া হয় না। আমরা কি সচিন তেন্ডুলকরের প্রচেষ্টাকে যথেষ্ট উদযাপন করি?’