সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি-র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে নিজের মেয়াদ শু﷽রু করবেন। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবিতে কি কোনও সমস্যা তৈরি🎃 হতে পারে? এ নিয়ে মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
আরও পড়ুন… Paris Paralympics 2024 Day 10: রুপো সোনায় বদলে গেল! ২৯টি পদক জিতে ১৬ নম্বরে উ𒈔ঠল ভারত
জয় শাহকে নিয়ে কী ভাবছে মহসিন নাকভির পাকিস্তান ক্রিকেট বোর্ড? এবার সেই তথ্যই সামনে বেরিয়ে এসেছে। মহসিন নকভি বলেছেন, বিসিসিআই সেক্রেটা🌌রি জয় শাহের আইসিসি চ🐼েয়ারম্যান হওয়া নিয়ে কোনও উদ্বেগ নেই। গত মাসের শেষের দিকে জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সভাপতি নির্বাচিত হন। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে তৃতীয় মেয়াদ চাননি। এমন পরিস্থিতিতে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু জয় শাহের সামনে আর কোনও প্রতিযোগী দাঁড়াননি।
আরও পড়ুন… US Open 2024: নতুন চ্যাম্পিয়ন! পেগুলাকে স্ট্রে🤪ট সেটে হারিয়ে প্রথমবার এই ট্রফি তুললেন সাবালেঙ্কা
এবার জয় শাহের আইসিসি চেয়ারম্যান হওয়া এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী বৈঠক নিয়ে খোলামেলা কথা বল♒েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। জিও নিউজের বরাত দিয়ে নাকভি সাংবাদিকদের বলেন, ‘আমরা জয় শাহের সঙ্গে যোগাযোগ করছি; তাকে আইসিসির চেয়ারম্যান করা নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই।’ এসিসি সভা ৮ ও ৯ সেপ্টেম্বর। মহসিন নাকভিও বৈঠকে উপস্থিত থাকবেন না বলে নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন, ‘আমি বৈঠকে যোগ দিতে পারব না এবং সলমন নাসির এই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে নতুন সভাপতি সম্প꧑র্কিত বিষয়গুলি চূড়ান্ত করা হবে।’
আরও পড়ুন… 🍨জিততে পারলেন না, দেখলেন কার্ড! চোখের জল ও মেসির বার্তায় শেষ বিশ্ব ফুটবলের সুয়ারেজ অধ্যায়
জয় শাহ ১ ডিসেম্বর, ২০২৪-এ আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। আইসিসির নেতৃত্ব দেওয়া সবচেয়ে কম বয়সি ব🦂্যক্তি হবেন তিনি। জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহরের পর তিনি ভারতের পঞ্চম ব্যক্তি যিনি আইসিসি প্রধান হয়েছেন। আগামী বছর পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা থাকলেও মনে করা হচ্ছে জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয়ে আইসিসি নতুন পরিকল্পনা নিতে পারে। এই সিদ্ধান্ত দেওয়া যেতে পারে যে টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না এবং টিম ইন্ডিয়ার ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে (সম্ভবত সংযুক্ত আরব আমির শাহি) খেলা হতে পারে।