Bangladesh tour of West Indies 2024: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১ রানের বড় হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। অ্যান্টিℱগায় ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম 🤪দিনে মাত্র ৪০ মিনিটেই গুটিয়ে যায় তারা। অবশ্য আগেরদিনই ১০৯ রানে ৭ উইকেট হারিয়ে মেহেদি মিরাজের দল হার প্রায় হারের সামনে দাঁড়িয়েছিল। শেষ দিনে বাকি কাজটি করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার পরে টানা পঞ্চম টেস্ট হারল বাংলাদেশ দল। এমন ফলাফলে স্বাভাবিকভাবেই চাপে টাইগাররা। তবে দায়টা কার? তা নিয়েই উঠছে প্রশ্ন। অন্যদিকে ইংল্য়ান্ড সিরিজের ফলই যে ওয়েস্ট ইন্ডিজ দলকে পাল্টে দিয়েছে তা মেনে নিলেন তাদের দলের অধিনায়ক।
ম্যাচ জিতে কী বললেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন?
এদিনের ম্যাচের পরে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট জানান এটা হল ইংল্যান্ডের কাছে ০-৩ হারের প্রতিফলন। তিনি বলেছেন, ‘ইংল্যান্ড সফর থেকে অনেক কিছু শিখেছি। ওই সিরিজে থেকে অনেক শেখার জায়গা রয়েছে। টেস♔্ট ক্রিকেটই শেখার বিষয় এবং আমি আমাদের ছেলেদের সেটাই বলি। টেস্ট ꦰজয় পাওয়া ভালো এবং আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি।’
আরও পড়ুন… Shubman Gill Injury: পার্থেಌর পরে এবার অ্যাডিলেড, পিঙ্ক বল টেস্টেও অনিশ্চিত শুভমন গিল
মেহেদি হাসান মিরাজ কাদের উপর হারের দায় চাপালেন-
এদিনের ম্যাচ শেষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজও ব্যাটারদের ওপরই হারের দায়টা দিয়েছেন। বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা কিছু ভুল করেছি, কিন্তু এটা খেলার একটি অংশ। এমন ঘটনা ঘটতে পারে। পরের ম্যাচের আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে। আমাদের উন্নতি করতে হবে এবং পরের ম্যাচে আরও ভ𒁏ালো খেলতে হবে।’
আরও পড়ুন… Video: ছয় ছক্কা মেরে ললিত মোদীর কাছে এসে পোর্শ গাড়ি চেয়েছিলেন যুবরাজ! মজার গল্প শꦅোনালেন IPL-এর জনক
কীভাবে ব্যাটিংয়ের ভুল শোধরাতে চান মিরাজ-
ব্যাটিংয়ের ভুল শোধরাতে নিজেদের মধ্যে আলোচনা করার কথাও বলেছেন মিরাজ, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আমাদের আক্রমণে ভালো পেসার আছে, তারা সত্যিই ভালো বোলিং করে। এই কন্ডিশনে আমাদের কিছু ভালো স্পিনারও আছে। এই টেস্টে আমরা দুই ইনিংসেই ভালো ব্যাট করতে পারি🦩নি। আমরা চেষ্টা করব কীভাবে পরের ম্যাচে ভালো করা যায়।’
আরও পড়ুন… বজরং পুনিয়ার বিরুদ্ধে NADA-র বড় পদক্ষেপ!𝔍 ডোপ টেস্টের মামলায় ৪ বছরের জন্য সꦕাসপেন্ড
তাসকিনদের প্রশংসা করে কী বললেন বাংলাদেশ দলের অধিনায়ক
এদিকে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের প্রশংসা করেছেন তিনি। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে মিরাজ বলেন, ‘আমি মনে করি আমরা ভালো বোলিং ক🐎রেছি। তাসকিন ছয় উইকেট পেলেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) মধ্যে ভালো জুটি ছিল। ১৪০ রানের পার্টনারশিপই ছিল টার্নিং পয়েন্ট।’
ম্যাচ কেমন ভাবে এগিয়েছিল-
ম্যাচের কথা বললে, টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪৫০/৯ রান করে ইনিংসের ঘোষণা করেন। এর জবাবে বাংলাদেশ দল ২৬৯/৯ রানে তাদের প্রথম ইনিংসের ঘোষণা করে। এরপরে 💧দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৫২ রানের মধ্যেই গুটিয়ে যায়। এর জবাবে বাংলাদেশের শেষ ইনিংস ১৩২/১০ রাে গুটিয়ে যায়।