প্রথম বছরেই সুপার হিট। আইপিএলের ধাঁচে মহিলাদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করে বিসিসিআই। প্রথম বছরেই সুপার হিট হয় উইমেন্স প্র♓িমিয়র লিগ। সেই সঙ্গে একাধিক প্রতিভার জন্ম নেয়। ভারতীয় দলে একাধিক নতুন ক্রিকেটার উঠে এসেছে এই নতুন লিগ থেকে। ফলে এই টুর্নামেন্টের ফল পাওয়ায় এবারও আয়োজন করছে বিসিসিআই। গত বছর শুধুমাত্র মুম্বইতে এই টুর্নামেন্টের আসর বসেছিল। বিসিসিআই চাইছে যাতে আইপিএলের মতো হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে এই টুর্নামেন্ট করা যায়। যাতে মহিল♊াদের ক্রিকেট দেখার আগ্রহ অনেকটাই দেখা দেয়।
আগামী বছররে নতুন ভাবে দল গড়তে বদ্ধ পরিকর ফ্র্যাঞ্চাইজিগুলি। এবারের মিনি নিলামে মোট ১৬৫ জন ক্রিকেটার অংশ নিচ্ছে। যার মধ্যে ১০৪ জন ভারতীয় এবং ৬১ জন বিদেশী ক্রিকেটার। এই ১৬৫ জনের মধ্যে থেকেই ৫ ফ্র্যাঞ্চাইজি নিজেদের ঘর গুছিয়ে নেবে। সেই সঙ্গ🌜ে অবশ্যই নজর থাকবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। তবে এই মুহূর্তে এই ৬ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে বেশি টাকা রয়েছে গুজরাট জায়ান্টসের। তাঁদের ঝুলিতে রয়েছে ৫.৯৫ কোটি টাকা।
প্রথমবার এই টুর্নামেন্ট শুধুমাত্র মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছিল। বিসিসিআই সূত্রে খবর এই টুর্নামেন্টটি আয়োজিত হতে পারে মুম্বই এবং বেঙ্গালুরু এই দুই শহর মিলিয়ে। যদিও সরকারি ভাবে কোনও কিছুই জানায়নি বিসিসিআই। সবটাই জল্পনা। পাশাপাশি এবারের উই🦹মেন্স প্রিমিয়র লিগ হতে পারে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। অর্থাৎ আইপিএলের আগেই মেয়েদের এই টুর্নামেন্ট শেষ 🐈করে ফেলতে চাইছে বিসিসিআই। মনে করা হচ্ছে নিলামের পরেই সরকারি ভাবে জানিয়ে দেবে বিসিসিআই। এবার জেনে নেওয়া যাক কখন কোথায় ফ্রি'তে দেখা যাবে উইমেন্স প্রিমিয়র লিগের অকশন।
উইমেন্স প্রিমিয়র লিগের অকশন কবে হবে?
উইমেন্স প্রিমিয়ꦆর লি♑গের অকশন হবে আজ অর্থাৎ ৯ ডিসেম্বর।
উইমেন্স প্রিমিয়র লিগের অকশন কোথায় বসছে?
উইমেন্স প্রিমিয়র লিগের অকশনের আসর বসবে মুম্বইয়ে।
উইমেন্স প্রিমিয়র লিগের অকশন কখন শুরু হবে?
উই𝐆মেন্স প্রিমিয়র লিগের অকশন শুরু হ🦂বে ভারতীয় সময় দুপুর তিনটের সময়।
উইমেন্স প্রিমিয়র লিগের অকশন টিভিতে কোথায় দেখা যাবে?
💙উইমেন্স প্রিমিয়র লিগের অকশন স্পোর্টস ১৮-য়ে দেখা যাবে।
উইমেন্স প্রিমিয়র লিগের অকশন অনলাইনে কোথায় দেখা যাবে?
উইমেন্স প্রিমিয়র লিগের অকশন অনলাইনে দেখা যাবে জিও সিনেমাতে। পাশাপাশি হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগেও আপনি অকশনের খবর জানতে পারবেন।