হঠাৎ করেই বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পর এই মুহূর্তে পাকিস্তান দলের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে। হটাৎ করে বাবর আজম যে এমন সিদ্ধান্ত নেবেন তা কারও ধারণা ছিল না। এদিকে পাকিস্তান দলের পরবর্তী অধি♑নায়ক কে হবেন? তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। বর্তমানে টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করছেন শান মাসুদ। যদিও তিনি তাঁর অধিনায়কত্বে এখনও একটি ম্যাচও জিততে পারেননি। এদিকে পিসিবি এর পরেও দলে নেতৃত্ব বদল নিয়ে কোনও পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে না। পাকিস্তানের ক্রিকেটের নেতৃত্ব নিয়ে বড় আপডেট সামনে আসছে।
পিসিবি তিন ফর্ম্যাটের জন্য তিনজন অধিনায়ক বেছে নিতে পারে
এদিকে সূত্রের বরাত দিয়ে জানা গিয়েছে, আগামী সময়ে তিন ফর্ম্যাটের জন্য তিনজন অধিনায়ক নিয়োগ দিতে পারে পিসিবি। তার মানে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকের জন্য তিনজন আলাদা অধিনায়ক করা হতে পারে। জানা গিয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি ওয়ানডে 💛দলের অধিনায়কত্ব বাবর আজম♓কে দিতে যাচ্ছিল, তবে তিনি তার ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য বুধবার রাতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন… ভিডꦅিয়ো: চিৎকার করা মানেই অ্য়াটা🔥কিং নয়… রোহিত শর্মা বললেন আক্রমণাত্মক ক্রিকেট কাকে বলে?
পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব পেতে পারেন মহম্মদ রিজওয়ান
পিসিবির তরফ থেকে কিছু খবর প্রকাশ পাচ্ছে যেখানে বলা হচ্ছে সীমিত ওভারের জন্য পরবর্তী অধিনায়ক নির্বাচন করা হতে পারে মহম্মদ রি𓂃জওয়ানকে। পাকিস্তান দলের প্রধান কোচ গ্যারি কার্স্টেন বা নির্বাচক কমিটির পক্ষে সহজ কাজ হবে না। সূত্রটি জানিয়েছে, সীমিত ওভারের অধিনায়ক হতে পারেন মহম্মদ রিজওয়ান। এরও একটা কারণ আছে। আসলে বাবর আজম ছাড়া তিনিই একমাত্র খেলোয়াড় যার তিন ফর্ম্যাটেই দলে জায়গা নিশ্চিত করা হয়েছে। সূত্রটি বলেছে যে কার্স্টেন পিসিবিকে বলেছেন যে বাবরের আত্মবিশ্বাস এবং ফর্ম দেখে, তিনি মনে করেন না যে অন্য কোনও খেলোয়াড় দুটি ফর্ম্যাটে অধিনায়কত্বের চাপ সামলাতে সক্ষম হবেন। এটা পিসিবির জন্য টেনশনের বিষয়।
আরও পড়ুন… IND U-19 vs AUS U-19: অস্ট্রেলিয়ার জꦜয়🌱ের আশায় জল ঢেলে দিলেন নিখিল-ইনান, ২ উইকেটে ম্যাচ জিতল ভারত
চলতি মাসেই সিদ্ধান্ত নিতে হবে পিসিবিকে
পাকিস্তান ক্রিকেট দল এবং পিসিবির জন্য টেনশনের বিষয় হল যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের নতুন অধিনায়ক বেছে নিতে হবে। সম্ভবত এই মাসে তাদের হাতে বেশি সময় নেই। বর্তমানে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলা হচ্ছে। এ জন্য পাকিস্তানে পৌঁছেছে ই♋ংল্যান্ড দল। সিরিজ শেষ হবে ২৮ অক্টোবর। এর পর পরের মাসে অর্থাৎ নভেম্বরে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তার পর টি-টোয়েন্টি সিরিজ হবে। সিরিজটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব অধিনায়কত্বের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে পিসিবিকে।