এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট🔯ে বিচরণ করার পরে আইসিসির তরফে অনন্য স্বীকৃতি পেলেন ভারতের নীতু ডেভিড। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার হল অফ ফেম-এ জায়গা পেলেন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে তিন ক্রিকেটারকে হল𝄹 অফ ফেম-এ অন্তর্ভূক্ত করার কথা ঘোষণা করা হয়। ভারতের নীতু ছাড়া এই তালিকায় রয়েছেন ইংল্য🍸ান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক ও প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডি'ভিলিয়র্স। কুক, নীতু ও এবিডি হলেন আইসিসির হল অফ ফেম-এর ১১৩, ১১৪ ও ১১৫তম সদস্য।
কে এই নীতু ডেভিড
৪৭ বছর বয়সী নীতু ডেভিড হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার। ১৯৯৫ সালে ৭ ফেব্রুয়ারি নেলসনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ♛অভিষেক হয় নীতুর। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে টিম ইন্ডিয়ার হয়ে শেষবার টেস্ট খেলতে নামেন তিনি।
১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি ক্রাইস্টচ♑ার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথমবার ওয়ান ডে খেলতে নামেন নীতু। তিনি দেশের জার্সিতে শেষবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে।
ভারতের হয়ে মোট ১০টি টেস্ট ও ৯৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নীতু। টেস্টে ৪১টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১ বার। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৩ বার। এক ইনিংসে সেরা বোলিং পারফর্ম্যান্স ৫৩ রানে ৮ উইকেট। ওয়ান🎃 ডে ক্রিকেটে ১৪১টি উইকেট নিয়েছেন নীতু। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২ বার। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৪ বার। সেরা বোলিং পারফর্ম্যান্স ২০ রানে ৫ উইকেট। উত্তরপ্রদেশের এই ক্রিকেটার ঘরো♔য়া ক্রিকেটে রেলওয়েজের হয়ে মাঠে নামতেন।
উল্লেখ্য, নীতু ডেভিড হলেন ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার, যিনি আইসিসির হল অফ ফ🤪েম-এ জায়গা পেলেন। তাঁর আগে এই সম্মান পেয়ছেন কেবল ডায়না এডুলজি।
অ্যালেস্টার কুকের আন্তর্জাতিক কেরিয়ার
অ্যালেস্টার কুক ইংল্যান্ডের হয়ে ১৬১টি টেস্ট, ৯২টি ওয়ান ডে ও ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ🐎 খেলেছেন। টেস্টে ১২৪৭২, ওয়ান ডে ক্রিকেটে ৩২০৪ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬১ রান সংগ্রহ করেছেন কুক। টেস্টে ৩৩টি ও ওয়ান ডে ক্রিকেটে ৫টি সেঞ্চুরি করেছেন ব্রিটিশ তারকা।
এবি ডি'ভিলিয়র্সের আন্তর্জাতিক কেরিয়ার
এবি ডি'ভিলিয়র্স দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ান ডে ও ৭৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৮৭৬৫, ওয়ান ডে ক্রিকেটে ৯৫৭৭ ও আ▨ন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৬৭২ রান সংগ্রহ করেছেন এবিডি। টেস্টে ২২টি ও ওয়ান ডে ক্রিকেটে ২৫টি সেঞ্চুরি করেছেন তিনি।