আইপিএলে দল না পাওয়ার দিনেই দুরন্ত শতরান হাঁকালেন ফিল সল্ট। মঙ্গলবার (স্থানীয় সময় অনুযায়ী) ৫৭ বলে ১১৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইংল্যান্ডের তারকা। আর যে ইনিংসের সুবাদে চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৫ রানে হারিয়ে দিল ইংল্যান্ড। সেইসঙ্গে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও পাঁচ ম্যাচের সিরিজের ফলাফল ২-২ ব্যব🌜ধানে নিয়ে চলে এল। তারইমধ্যে মঙ্গলবার ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে আইপিএলের একাধিক তারকা ভালো খেলেছেন। রান পেয়েছেন জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, আন্দ্রে রাসেলরা। একটা ছোট্ট ঝোড়ো ইনিংস খেলেন শেরফেন রাদারফোর্ড। যে খেলোয়াড়কে মঙ্গলবারই মিনি নিলামে ১.৫ কোটিℱ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বড় স্কোরের ম্যাচে তিন উইকেট পেয়েছেন রিস টপলি। তবে রান পাননি রোভম্যান পাওয়াল। যে তারকাকে ৭.৪ কোটি টাকায় নিয়েছে রাজস্থান রয়্যালস।
কীভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিতল ইংল্যান্ড?
মঙ্গলবার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ যে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, সেটা পুরোপুরি ফ্লপ হয়ে যায়। বিধ্বংসী ছন্দে শুরু করেন ইংরেজ অধিনায়ক বাটলার এবং সল্ট। ৯.৫ ওভারে যখন প্রথম উইকেট হারায়, তখন ইংল্যান্ডের স্কোর ছিল এক উইকেটে ১১৭ রান। ২৯ বলে ৫৫ রান করে বাটলার প্যাভিলিয়নে ফিরলেও সল্টের ঝড় অব্যাহত থাকে। প্রথমে তাঁকে যোগ্যসংগত করেন উইল জ্যাক (নয় বলে ২৪ রান)। তারপর লিভিংস্টোনের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাণ্ডব চালাতে থাকেন সল্ট। শেষপর্যন্♛ত ৫৭ বলে ১১৯ রানে আউট হয়ে যান ইংরেজ উইকেটকিপার-ব্যাটার। সাতটি চার মারেন। ১০টি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ২০৮.৭৭।
সল্ট আউট হয়ে যাওয়ার পরেও তাণ্ডব চালাতে থাকেন লিভিংস্টোন। তাঁর সৌজন্যে শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ২৬৭ রান তোলে ইংল্যান্ড। ২১ বলে অপরাজিত ৫৪ রান করেন লিভিংস্টোন। চার বলে ছয় রানে অপরাজিত থাকেন হ্যারি ব্রুক। যে ইংরেজ তারকাকে চার কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। একটি করে উইকেট পান আকিল হ😼োসেন (চার ওভারে ৩৬ রান), জেসন হোল্ডার (চার ওভারে ৫৫ রান) এবং রাসেল (তিন ওভারে ৩৭ রান)।
সেই বিশাল রান তাড়া করতে নেমে যতটা খারাপ শুরু করা যায়, ঠিক ততটাই খারাপ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম বলেই উইকেট হারান ক্যারিবিয়ানরা। আউট হয়ে যান ব্র্যান্ডন কিং। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান (১৫ বলে ৩৬ রান), রাদারফোর্ডের (১৫ বলে ৩৬ রান) মতো খে⛦লোয়াড়রা ভালো শুরু করলেও বেশিক্ষণ টানতে পারেননি। বড় কোনও জুটি গড়ে ওঠেনি। ফলে রানরেট দারুণ থাকলেও ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে ক্রমশ ম্যাচ বেরিয়ে যেতে থাকে।
শেষপর্যন্ত ১৫.৩ ওভারে ১৯২ রানে অল-আউট হয়ে যান ক্যারিবিয়ানরা। ২৫ বলে ৫১ রান করেন রাসেল। তিনটি চার মারেন। পাঁচটি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ছিল ২০৪। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট 🤪নেন টপলি। যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেন। দুটি করে উইকেট পান স্যাম কারান এবং রেহান আহমেদ। একটি করে উইকেট পান মইন আলি, ক্রিস ওকস এবং আ𝐆দিল রশিদ।