রবিবার ডাম্বুলায় ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো মহিলা এশিয়া কাপের খেতাব জেতে শ্রীলঙ্কা। এই নꦕিয়ে মোট ৯ বার আয়োজিত হয় মহিলা এশিয়া কাপ। ভারত চ্যাম্পিয়ন হয়েছে ৭ বার। এই নিয়ে দ্বিতীয়বার টিম ইন্ডিয়াকে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়।
আপাতত দেখে নেওয়া যাক মেয়েদের এশিয়া কাপꦬ ২০২৪-এর খেতাব জিতে শ্রীলঙ্কা কত টাকা পুরস্কার পেল। জেনে নেওয়া যাক রানার্স হয়ে ভারতীয় দলের পকেটে ঢুকল কত টাকা। সেই সঙ্গে ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও চোখ রাখা যাক।
মহিলা এশিয়া কাপ ২০২৪-এর সম্পূর্ণ পুরস্কার তালিকা
চ্যাম্পিয়ন:- শ্রীলঙ্কা (ট্রফি ও ২৫ হাজার মার্কিন ডলার বা ভারত🎶ীয় মুদ্রায় প্রায় ২১ লক্ষ টাকা)।
রানার্স:- ভারত (ট্রফিﷺ ও ১৫ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা)।
ফাইনালের সেরা ক্রিকেটার:- হর্ষিতা সমরাবিক্রমে (৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫১ বলে অপরাজিত ৬৯ꦛ রান)- ট্রফি ও ১ হাজার ৫০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার🔯 টাকা।
টুর্নামেন্টের ꩵসেরা ক্রিকেটার:- চামারি আতাপাত্তু (৫ ম্যাচে ১✨টি শতরান ও ২টি অর্ধশতরান-সহ ৩০৪ রান ও ৩টি উইকেট)।- ট্রফি ও ২ হাজার ৫০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা।
সব থেকে বেশি রান:- চামারি আতাপাত্তু (৫ ম্যাচে ১টি শতরান ও ২টি অর্ধশতরান-সহ ৩০🐓৪ রান)।
সব থেকে বেশি উইকেট:- দীপ💝্তি শর্মা (৫ ম্যাচে ১০টি উইকেট)।
সব থেকে বেশি ছক্কা:- চামারি আতাপাত্তু🎉 (৫ ম্যাꩲচে ১৫টি ছক্কা)।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস𝐆:- চামারি আতাপাত্তু (১৪টি চার ও ৭টি ছক্কার সাহায✃্যে ৮৩ বলে অপরাজিত ১১৯ রান)।
এ💎ক ম্যাচে সেরা বোলিং:- রাব✨েয়া খান (৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ৪টি উইকেট)।