শুভব্রত মুখার্জি:- মেয়েদের চলতি এশিয়া কাপে বেশ ভালো ফর্মে রয়েছে ভারতীয় দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলকে একেবারে অপ্রতিরোধ্য মনে হচ্ছে। শ্রীলঙ্কার ডাম্বুলাতে পরপর দুটি ম্যাচে তারা দাপুটে জয় পেয়েছে। শুক্রবার তারা তাদের প্রথম ম🎃্যাচে হারায় পাকিস্তান দলকে। সাত উইকেটে এই ম্যাচ জিতেছিল ভারত। আর রবিবার তারা হারিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহিকে। ৭৮ রানের বড় ব্যবধানে এই ম্যাচে জিতল তারা। এই ম্যাচে খুনে মেজাজে ব্যাটিং করেছেন বঙ্গতনয়া রিচা ঘোষ। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন ক্যাপ্টেন হর🧸মনপ্রীত কৌর। তিনিও এদিন অর্ধশতরান করেছেন। ম্যাচ শেষে হরমনপ্রীত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তাঁর রোলটা ছিল ব্যাট হাতে উইকেটে টিকে থেকে স্ট্রাইক রোটেট করা।
আরও পড়ুন… Paris Olympics 2024-এর আগে নীরজ চোপড়ার চোটের কী অবস্থা? বড় আপডেট💖 দিলেন কোচ বারটোনিৎজ
সংবাদ সংস্থা পিটিআইকে হরমনপ্রীত কৌর জানিয়েছেন, ‘অনবদ্য অনুভূতি ( বড় ব্যবধানে ম্যাচ জয়)। আমি আর জেমি (জেমিমা রদ্রিগেজ) যখন ব্যাট করছিলাম তখন আমরা আলোচনা করছিলাম আমাদের প্রচুর দৌঁড়াতে হবে। ঝুঁকিপূর্ণ শট না মেরে আমাদের বেশি বেশি করে এক বা দুই রান নিতে হবে। এটাই আমরা আলোচনা করছিলাম। আমাদের ফোকাস ছিল এক ওভারে ৭-৮ রান করে করা। এরপর রিচা যখন ব্যাট করতে এল আমি ওঁকে একটাই কথা বলি যে বলটা ভালো করে দেখতে। দেখতে বলেছিলাম যে ♕উইকেট কেমন খেলছে। ও (রিচা) অসাধারণ ব্যাটিং করেছেন। আমার কাজটা ছিল প𝓰িচে টিকে থাকা।কাজটা ছিল স্ট্রাইক রোটেট করা। খারাপ বল পেলেই তাতে বাউন্ডারি মারা।’
আরও পড়ুন… নেতৃত্ব না পাওয়া ও বিবাহবিচ্ছেদের বিতর্কিত প্রশ্ন এড়াতে ফিটনেসের ওজ্ঞানকেই হাতিয়ার করলেন হার্দিক
প্রসঙ্গত এদিন ভারতে প্রথমে ব্যাট করে। তারা পাঁচ উইকেট হারিয়ে ২০১ রান করে ভারত। রিচা ঘোষ এদিন খুনে෴ মেজাজে ব্যাট করেছেন। মাত্র ২৯ বলে ৬৪ রান করে অপরাজিত থেকেছেন। মেরেছেন ১২টি চার এবং একটি ছয়। ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৪৭ বলে ৬৬ রান করেছেন। শেফালি বর্মা করেছেন ৩৭ রান। জবাবে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে আমিরশাহি। তাদের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন কাভিশা ইগোদাগে। অধিনায়ক ইশা ওজা করেছেন ৩৮ রান। ভারতের হয়ে এদিন দুটি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।