নন-স্ট্রাইকার এন্ডে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন আদিল রশিদ। আর সেই সুযোগে ইংল্যান্ডের তারকাকে রান-আউট করে দিলেন শ্রীলঙ্কার অধিনায়ক তথা উইকেটকিপার কুশল মেন্ডিস। যে রান-আউটের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর ওꦰই রান-আউটের জন্য সকলে যেমন কুশলের বুদ্ধির প্রশংসা করেছেন, তেমনই রশিদের সমালোচনা করেছেন। আন্তর্জাতিক স্তরের একজন খেলোয়াড় কীভাবে এরকম গায়ে হাওয়া লাগিয়ে আউট হয়ে যেতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত যেখানে দল ধুঁকছে, সেখানে তো রশিদ অমার্জনীয় অপরাধ করেছেন বলে মত ক্রিকেট মহলের।
বৃহস্পতিবার ওই ঘটনা ঘটেছে ৩২ তম ওভারের শেষ বলে। স্ট্রাইকে ছিলেন ডেভিড উইলি। মাহিশ থিকশানার বলটা ওয়াইড হয়। লেগসাইডে বলটা যায়। বলটা ধরেন শ্রীলঙ্কার অধিনায়ক তথা উইকেটকিপার কুশল। আম্পায়ার ওয়াইড দেন। তারপর নিজের রান-আপ মার্কিংয়ের দিকে ফিরে যাচ্ছিলেন থিকশানা। তারইমধ্যে নন-স্ট্রাইকার এন্ডে স্টাম্প ভেঙে যায়। রান-আউটের আবেদন করেন থিকশানা। রিপ্লেতে দেখা যায় যে যখন স্টাম্প ভেঙে যাচ্ছে, তখন ক্রিজের বাইরেꦏ আছেন রশিদ। আউটের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ENG vs SL: বিশ্𓆏বকাপ থেকে ছিটকে গেলেও🐼.…..অন্য দলের যাত্রাভঙ্গ করতে উত্তেজক ক্রিকেট চান মইন
সেই রান-আউটের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে বুদ্ধিদীপ্ততার পরিচয় দিয়েছেন মেন্ডিস, তার প্রশংসা করেছেন নেটিজেনরা। তেমনই একজন বলেন, ‘রশিদকে নন-স্ট্রাইকার এন্ডে ঝিম❀োতে দেখে যে তীক্ষ্ণতার সঙ্গে বলটা ছুড়ে দিয়েছেন মেন্ডিস, তা দুর্দান্ত।’ অপর এক নেটিজেন আবার বলেন, ‘আন্তর্জাতিক স্তরে চূড়ান্ত ঝিমুনি মার্কা ক্রিকেট রশিদের। তবে শ্রীলঙ্কারও প্রশংসা করতে হয়।’
কেউ-কেউ আবার সেই রান-আউটের সঙ্গে বীরেন্দ্র সেহওয়াগের একটি রান-আউটের মিল খুঁজে পাচ্ছেন। সেটাও হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। হেলতে-দুলতে এক রান ꧟নিচ্ছিলেন সেহওয়াগ। আর নন-স্ট্রাইকার এন্ডে ঠিক স্টাম্পের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন। সেটা দেখতে পেয়ে কুমার সাঙ্গাকারা বলটা ছুড়ে দিয়েছিলেন। রান-আউট হয়ে গিয়েছিলেন ভারতের তারকা ওপেনার। আজ রশিদের রান-আউটের পর সেই পুরনো ভিডিয়ো ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রশিদ যেদিন সেভাবে আউট হলেন, সেদিন ভরাডুবির মুখে পড়েছে ইংল্যান্ড। ‘ডু-অর-ডাই’ ম্যাচে শ্রীলঙ্কার বꦓিরুদ্ধে নেমে ৩৪ ওভারও ব্যাট করতে ꦯপারেনি। ৩৩.২ ওভারে ১৫৬ রানে অল-আউট হয়ে যান জস বাটলার, বেন স্টোকস, জো রুটরা। সর্বোচ্চ ৪৩ রান করেন স্টোকস (৭৩ বলে)। ৩১ বলে ৩০ রান করেন জনি বেয়ারস্টো। শ্রীলঙ্কার হয়ে সাত ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন লাহিরু কুমার। দুটি করে উইকেট পান কাসুন রাজিথা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ।