বর্তমানে যখনই বিশ্বকাপের কথা আসে, তখনই সকলের সামনে দুটি বড় নাম ভাসে। একটি হল বিরাট কোহলি এবং অন্যটি হল মিচেল স্টার্ক। এই দুটো নাম সকলের মনে সবার প্রথমে আসে। যে ফর্ম্যাটই হোক না কেন, আইসিসির এই আসরে বিশ্বজুড়ে কোহলি-স্টার্কের প্রতিধ্বনি শোনা যায়। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েনꦰ্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার-৮-এর ম্যাচে অনন্য কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার মিচেল স্টার্ক।
অনন্য কীর্তি গড়লেন মিচেল স্টার্ক
এদিনের ম্যাচের পরে বল হাতে বিশ্বকাপের রাজা হয়ে উঠেছেন মিচেল স্টার্ক। আসলে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে মিচেল স্💙টার্ক নিজের কোটার ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে ১ উইকেট শিকার করেন। এই এক উ꧋ইকেট নিয়েই তিনি টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে একসঙ্গে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে উঠেছেন। হ্যাঁ, এক্ষেত্রে তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকেও পিছনে ফেলে দিয়েছেন।
আরও পড়ুন… T20 WC 2024 AUS vs BAN: প্যাট কামিন্সের হ্যাটট্রিক꧅ের মাঝেই লজ্জার নজির গড়লেন মাহমুদউল্লাহ
লাসিথ মালিঙ্গা তাঁর মেয়াদে ওডিআই এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ মোট ৬০টি ম্যাচ খেলেছিলেন। এই সময়ে মালিঙ্গা ২১.৭৪ গড়ের সঙ্গে মোট ৯৪টি উইকেট শিকার করেছিলেন। কিন্তু এখন ৫২তম বিশ্বকাপের ম্যাচে মিচেল স্টার্ক ৯৫টি উইকেট শিকার করে নতুন ইতিহাস তৈরি করেছেন। উইকেট নেওয়ার ক্ষেত্রে এই সময়ে মিচেল স্টার্কের গড় ছিল ২১.১১। ওয়ানডে বিশ্বকাপে তিনি শিকার করেছেন ৬৫টি উইকেট এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁ♑র ঝুলিতে এখনও পর্যন্ত ৩০টি উই🔯কেট রয়েছে।
আরও পড়ুন… Copa America 202⭕4: মেসির জোড়া অ্যাসিস্ট, কানাডার বিরুদ্ধে ২-০ জিতে অভিযান শুরু করল আর্জেন্তিনা
বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারের তালিকা (ODI এবং T20)
মিচেল স্টার্ক- ৯৫ (৬৫🅠 ওয়ানডে এবং ৩০ টি-টোয়েন্টি)
লাসিথ মালিঙ্গা- ৯৪ (৫৬ ওয়ানডে এবং ৩৮ টি-টোয়েন্🀅টি)
শাকিꦕব আল হাসান- ৯২ (৪৩ ওয়ানডে এবং ৪৯ টি-টোয়েন্টি)
ট্রেন্ট 🌳বোল্ট- ৮৭ (৫৩ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টি)
মুথাইয়া🐻 মুরলিধরন- ৭৯ (৬৮ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি)
আরও পড়ুন… EURO 2024: ইতালির আত্মঘাতী গোল, ১-০ জিতে শেষ ষোলোতে স্প𝕴েন, স্বস্তি পেল ক্রোয়েশিয়া
এদিনের ম্যাচে বল হাতে কেমন শুরু করেছিল অস্ট্রেলিয়া-
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচের কথা বললে, টস হেরে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমেছিল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান তুলতে পারে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪১ ও তৌহিদ হৃদয় ৪০ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন প্যাট কামিন্স। এই ম্যাচে তিনি হ্যাটট্রিক করেন। দ্বিতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টি-টোয়েন♏্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন কামিন্স।