চলতি বিশ্বকাপে বাংলাদেশের হ🎐াল মোটেও ভাল𝔉ো নয়। ৫ ম্যাচ খেলে তারা চারটিতেই হেরে বসে রয়েছে। মাত্র একটি ম্যাচ তারা জিতেছে। শাকিব আল হাসানরা রয়েছেন পয়েন্ট টেবলের আট নম্বরে। এই পরিস্থিতিতে শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের মুখোমুখো হবে বাংলাদেশ। যে ম্যাচটি তাদের কাছে ডু ওর ডাই।
শনিবারই কলকাতার ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচ হচে চলেছে। সেই ম্যাচেই খেলতে নামছে বাংলাদেশ। আর এই ম্যাচের আগেই দুম করে শাকিবের ঢাকায় ফিরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। দক্ষিণ আফ্রিকার কাছে বাজে ভাবে ম্যাচে হারার পর দিনই শাকিব উড়ে গিয়েছিলেন ঢাকায়। কোচ নাজমুল আবেদিন ফাহিমের থেকে ♊ব্যাটিং সংক্রান্ত পরামর্শ নিতেই তিনি নাকি দ🐈েশে ফিরে গিয়েছিলেন। তবে ডাচদের বিরুদ্ধে খেলতে নামার আগে এই বিষয়ে যাতে আর জলঘোলা যাতে আর না হয়, তাই শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে বাংলাদেশ।
আরও পড়ুন: ২০১৯-এর ভূতটা ফের ঘাড়ে চাপবে না তো- রোহিতদের এ꧟কটি বিষয় নিয়ে উদ্বেগে ভার🎃তের প্রাক্তনী
শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এই নিয়ে তাসকিন আহমেদ সাফ বলে দিয়েছেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের থেকে অনুমতি নিয়েই শাকিব ভাই ঢাকায় গিয়েছিলেন। তিনি টিℱম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট ও𓄧কে অনুমতি দিয়েছিল। কলকাতা থেকে ঢাকাও কাছে। শাকিব ভাই ক্রিকেটীয় কারণেই গিয়েছিল। অন্য কোনও কারণে নয়। ঢাকায় চার ঘণ্টা ব্যাটিং অনুশীলনও করেছে।’
আরও পড়ুন: হিসাবে সামান্য সুযোগ থাকলেও শেষ চারে যাওয়া নিয়ে কী বলছেন ইংল্যান্ডের কোচ? কী হꦓবে সমীকরণ?
শাকিব একেবারেই চেনা ছন্দে নেই। ব্যাট হাতে তিনি নিয়মিত নিরাশ করে চলেছেন। বল হাতেও আহাജমরি নন। যে কারণে ব্যাটিংয়ের উন্নতি করতে এবং ফর্মে ফিরতেই নাকি শাকিব ঢাকায় উড়ে গি🍷য়েছিলেন। তাসকিন বলেন, ‘আমরা সতীর্থরা ওর এই যাওয়ায় প্রশংসাই করেছি। ওর ব্যাটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শাকিব ভাইও এটা নিয়ে খুবই মরিয়া যে, কীভাবে ও ভালো করবে। ও কোনও নিয়ম ভেঙে ঢাকা যায়নি।’
বিশ্বকাপের মধ্যেই অধিনায়কের দেশে একটা দিন কাটিয়ে আসা নিয়ে দলেও কোনও রকম সমস্যা তৈরি করেনি বলেই জানিয়েছেন তাসকি෴ন, ‘টিম স্পিরিট নিয়ে কোনও সমস্যা হয়নি। এটা দলের মধ্যে প্রভাবও তৈরি করেনি। শাকিব ভাই দেশে গিয়েছিলেন নিজের খেলার কিছু উন্নতির জন্যই। ও এখানে ফেরার পর আমরা সবাই খুব ভালো সময় কাটিয়েছি।💝 দলের অফিশিয়াল অনুশীলনের আগেই তো ও ফিরে এসেছে।’