বাংলাদেশের মাটিতেই এবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে এই টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই উদ্বোধনী ম্যাচে স্কটিশদের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। শারজায় আগে ব্෴যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১১৯ রানের সংগ্রহ করে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটল্যান্ড। তাতে ১৬ রানের জয় পায় বাংলাদেশের মেয়েরা।
১০ বছর পরে বিশ্বকাপে ম্যাচ জিতল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল-
এর ফলে ১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে এসে অবশেষে বাংলাদেশের ১০ বছরের অপেক্ষার অবসান হল। বৃহস্পতিবার শারজাতে চলতি টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৬ রানের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির ꦅদল। এর ফলে ২০১৪ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল।
এদিনের ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ স্কটিশদের ১২০ রানের ছোট লক্ষ্য দিয়েছিল। শারজার পিচে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। আসলে স্কটল্যান্ডও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেছিল। আ꧑র প্রথম ম্যাচে তেমন কোনও সুবিধা করতে পারেনি তারা।
ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি-
এই ম্যাচไে টস করতে নেমেই শততম ম্যাচের মাইলফলক ছুয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ২৬ রান 🍸তোলে বড় রানের বার্তা দেয় সাথী রানী ও মুর্শিদা খাতুন। তবে ইনিংসের মিডল ওভারে স্কটিশ বোলাররা বাংলাদেশের ব্যাটারদের হাত খুলে রান করতে দেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সুবহানা মুস্তারির ৩৬ রানে ভর করে ৭ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ।
আরও পড়ুন… কবে আসবে ইস্টবেঙ্গলের নতু💞ন কোচ? দলের ব্যর্থতার দায় কার? সবকিছু নিয়ে মুখ খুললেন নীতু সরকার
আরও পড়ুন… Irani Cup 2024: প্রথম শ্রেণিতে টানা তৃতীয় শতরান! ভারতীয় দ♒লে কি ব🎃াংলার ব্যাটারের জায়গা পাকা?
কেমন ছিল বাংলাদেশ বোলারদের দাপট-
ফাহিমা-নাহিদাদের স্পিনে ১০৩ রানে থেমে যায় ক্যাথরিন💯 ব্রেইসের দল। ফলে ১৬ রানের জয়ে বিশ্বকাপে দীর্ঘ ১০ বছরের হতাশার আক্ষেপ মেটাল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্কটল্যান্ড। দলীয় ৩১ রানে ২ উইকেট হারিয়ে মিডল ওভারে আর সুবিধা করতে পারেনি স্কটিশরা। ফাহিমা-নাহিদাদের দায়িত্বশীল বোলিংয়ে বড় জুটি গড়তে পারেনি স্কটল্যান্ড। ওপেনার সারাহ ব্রেইস এক প্রান্তে দাঁড়িয়ে থাকলেও অন্য প্রান্ত থেকে সতীর্থদের যোগ্য সঙ্গ পাননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন রিতু মনি।