ICC ODI World Cup 2023-বিশ্বকাপের আগে সমস্যায় পড়েছেন সিএবি-র সদস্যরা। অনলাইনে ট🙈িকিট কাটতে পারছেন না সিএবি-র সদস্যেরা। ২৮ অক্টোবর শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইডেনের মাঠে খেলতে নামবে বাংলাদেশ। এরপরে ৩১ অক্টোবর ইডেনে পাকিস্তান ও বাংলাদেশ মুখোুখি হবে। ৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এরপরে ১১ নভেম্বর বিশ্বকাপের ৪৪তম ম্য়াচে ইডেনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। ১৬ নভেম্বর টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ইডেনে। তবে এখনও পর্যন্ত প্রথম তিনটি ম্যাচের জন্যই টিকিট ছাড়া হয়েছে। পূর্ণ সদস্য, অ্যাসোসিয়েট সদস্য এবং অনারারি সদস্🌄যদের বেশির ভাগই টিকিট পাননি।
টিকিট না পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সিএবির সামনে সদস্যেরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছে যে নিরাপত্তা বাড়াতে বাধ্য হয়েছে সিএবি। ইডেনের মূল প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। সিএবির পদাধিকারি ছাড়া কেউই ইডেনে প্রবেশ করতে পারছিলেন না। আপাতত তিনটি ম্যাচের টিকিট ছাড়া হয়েছে। ২৮ অক্টোবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ, ৩১ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ💦 এবং ১১ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু সিএবির ওয়েবসাইট খুলে সদস্যেরা টিকিট কাটতে গেলে সেটি তারা পাচ্ছে না।
পূর্ণ সদস্য, অ্যাসোসিয়েট সদস্য এবং অনারারি সদস্যদের অনেকেই নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে টিকিট কাটতে গেলেই দেখাচ্ছে ‘রিসোর্স লিমিট ইস রিচড’। ২৩ অক্টোবর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টিকিট ছাড়া হবে। সূত্রের খবর সিএবি কর্তারা এই বিষয়টি নিয়ে কথা বলতে চান না। ম্যাচের দিন যত কাছে আসছে, ততই বাড়ছে টিকিটের চাহিদা। আর টিকিটের চাহিদা পূরণ না করতে পারলে যে সিএবি-র কর্তাদের সমালোচনার সম্মুখীন হতে হবে তඣা সকলেই জানেন। এখন উপায় বের করার কথা ভাবছে সিএবি।
এদিকে রবিবার ২২ অক্টোবর ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে যে জিতবে তারই দখলে থাকবে শীর্ষস্থান। কারণ চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি এই দুই দল। ফলে যেই দল জিতবে তারাই শীর্ষে পৌঁছে যাবে। 🗹তবে এই ম্যাচে নামার আগে ভারতীয় দলে একটি ধাক্কা খেয়েছে। চোটের জন্য এই ম্যাচ খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। ফলে ভারতীয় দলে যে একটা সমস্যা দেখা যেতে পারে তা সকলেই জানেন। এখন দেখা🍰র রোহিত-রাহুলরা এই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসতে পারেন।