সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে এক বিরলতম দৃশ্যের সাক্ষী হল উপস্থিত দর্শক সহ ক্রিকেটপ্রেমীরা। নির্ধারিত দুই মিনিট সময়ের মধ্যে স্ট্রাইক নিতে না পারায়, বাংলাদেশ অধিꦫনায়ক শাকিব আল হাসানের 'টাইম আউট'য়ের আবেদনে বিনা বল খেলেই প্যাভিলিয়নে ফেরার নির্দেশ দেওয়া হয় অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। এই বিতর্কিত আউটের পর সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে নিন্দার বন্যা। শুধু ক্রিকেটপ্রেমীদের থেকেই নয়, প্রাক্তন ক্রিকেট তারকারাও এই আউটের নিন্দা করেন। তবে এরই মাঝে ভয়ানক মন্তব্য করে বসলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজের বড়ো ভাই ট্রেভিন ম্যাথিউজ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, শাকিব আল হাসান শ্রীলঙ্কায় এলে শ্রীলঙ্কান সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হবে এবং ইটবৃষ্টিও হতে পারে তাঁর উপর।
সেই ম্যাচে প্রথমে ব্যাট করেছিল শ্রীলঙ্কা। তাদের চতুর্থ উইকেট পড়ার পর মাঠে নামেন অভিজ্ঞ শ্রীলঙ্কান তারকা তথা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। হেলমেট নিয়ে সমস্যার জন্য ২ মিনিটের মধ্যে স্ট্রাইক নিতে পারেননি তিনি। এরপর বাংলাদেশের অধিন💎ায়ক শাকিব আল হাসান ‘টাইম আউট’-এর আবেদন করেন এবং সেই অনুযায়ী আউট দেওয়া হয় ম্যাথিউজকে। এই ঘটনায় ক্ষুব্ধ হয় শ্রীলঙ্কান সমর্থকরা। কিন্তু এবার রেগে হুমকি দিয়ে বসলেন ম্যাথিউজের দাদা ট্রেভিন ম্যাথিউজ।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ধিক্কার জানাচ্ছি বাংলাদেশের ক্রিকেটারদের এই কীর্তিতে। শাকিব আল হাসানের 'স্পোর্টসম্যান স্পিরিট' বলে🦹 কিছুই নেই। কোনও মানবিকতাই নেই ওর মধ্যে।' এরপরেই তিনি বলে বসলেন, 'শাকিব আল হাসানকে একেবারেই স্বাগত জানানো হবে না শ্রীলঙ্কাযꦯ়। এখানে খেলতে এলেই ওকে আমাদের দেশের সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হবে। ওর উপর ইট ছোঁড়া হতে পারে।'
তবে বাংলাদেশী অধিনায়কের কীর্ꦰতির নিন্দা করা হলেও অ্যাঞ্জেলো দাদার মন্তব্যকেও ধিক্কার জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা। বাংলাদেশী সমর্থক নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করে জানান, 'শাকিব আল হাসানকে সেই নিয়মের জন্য নিন্দা করা হচ্ছে যেটা ক্র✨িকেটে আছে। শ্রীলঙ্কান সমর্থকরা খুবই অশিক্ষিত এবং অপেশাদার নাহলে কেউ এই বিষয়ের জন্য হুমকি দিতে পারে না।'
উল্লেখ্য, সোমবাꦛর টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ৪৯.৩ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ১০৫ বলে ১০৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন চারিথ। এছাড়াও পাথুম নিশাঙ্ক ও সাদিরা করেন ৪১ এবং ধনঞ্জয় ডি সিলভা করেন ৩৪। বাংলাদেশের বোলারদের মধ্যে ৩টি উইকেট নেন তানজিম হাসান শাকিব, দুটি করে উইকেট পান শাকিব আল হাসান ও শরিফুল ইসলাম এবং ১টি উইকেট পান মেহেদি হাসান মিরাজ। জবাবে রান তাড়া করতে নেমে ৪১.১ ওভারে উইকেট হারিয়ে প꧅্রয়োজনীয় রান তুলে নিয়ে বাংলাদেশ। অর্ধশতরান আসে শাকিব ও নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। শাকিব করেন ৬৫ বলে ৮২ এবং শান্ত ১০১ বলে ৯০। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন দিলশান এবং দুটি করে উইকেট পান থিকশানা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ম্যাচের সেরা হন শাকিব আল হাসান।