চলতি বিশ্বকাপে ২ নভেম্বর দিনটি যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেটা অভিশপ্ত রাত বললেও ভুল কিছু বলা হবে না। ওডিআইতে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যেতে হবে তাদের, তা কেউ কল্পনাও ক♒রতে পারেনি🐻। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা কোনও রকম লড়াই করতে পারেনি। ব্যাটাররা এসেছেন আর ড্রেসিংরুমে গিয়েছেন।
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত এবং শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান তোলে ভারত। দুর্দান্ত ব্যাটিং🌌 করেন শুভমন গিল, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়াররা। তারা প্রত্যেকেই অর্ধশতরান করেন। এমনকী শতরানের দোরগোড়া থেকে ফিরে আসেন। ভারতীয় ব্যাটারদের তাণ্ডবে বেশ চাপে পড়ে যায় শ্রীলঙ্কার বোলাররা। কার্যত দিশেহারা পরিস্থিতির মধ্যে পড়ে যায় তারা।
বড় রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামলে শুরু থেকেই উইকেট হারাতে থাকে লঙ্কার ব্যাটাররা। বুমরাহ, সিরাজ শামি এই তিন পেসার বিপক্ষ দলের ব্যাটারদের ল্যাজে গোবরে করে দেন। মাত্র ৫৫ রানেই থেমে যায় কুশল মেন্ডিসদের দৌড়। ৩০২ রানের ব্যবধানে জিতে নেয় ভারত। এই ম্যাচ হারের সঙ𝓀্গে সঙ্গেই লজ্জার নজির গড়ে শ্রীলঙ্কা। গোটা ক্রিকেট বিশ্ব অবাক হয়ে যায় লঙ্কার ক্রিকেটারদের এমন পারফরম্যান্স দে𒊎খে।
ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পরই নড়ে চড়ে বসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। রোহিত শর্মাদের বিরুদ্ধে এমন পরিস্থিতি হল কেন? জানতে চাওয়া হয়েছে শ্রীলঙ্কা দলের কোচ, কোচিং স্টাফ সহ নির্বাচকদের থেকে। এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। যার মধ্যে মাত্র ২টি ম্যাচ জিতেছে তারা। বর্তমানে সপ্তম স্🍸থানে রয়েছেন কুশল মেন্ডিসরা। আর ম্যাচ হারলে ২০২ဣ৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করা কঠিন হয়ে যাবে। তার শেষ কয়েকটি ম্যাচ জিতে প্রথম ৮-য়ে থাকতে মরিয়া ভারতের এই প্রতিবশী দেশ।
দলের এমন পারফরম্যান্সে নিয়ে বেজায় চিন্তিত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, 'সম্প্রতি দলের পারফরম্যান্স এবং মর্মান্তিক পরাজয় একাধিক প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। দল গঠন, ক্রিকেটার নির্বাচনে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কখনও কোনও হস্তক্ষেপ করেনি। যাইহোক, দলের এমন পরিস্থিতিতে আমরাও অনেকেই অবাক। 🦩কেন এমন পারফরম্যান্স, তা জানতে চাওয়া হব🐟ে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের থেকে।'