শুভব্রত মুখার্জি:- রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হারিয়♛ে বিশ্বকাপের ফাইনাল জিতে নিয়েছে অস্ট্রেলিয়া দল।গোটা টু্র্নামেন্ট জুড়ে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা বোলারদের এই ফাইনালে পারফরম্যান্স ♋ছিল খুব সাদামাটা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসের শুরুর দিকের কয়েকটা ওভার বাদ দিলে বাকি সময়টা ট্রেভিস হেড বা মার্নাস ল্যাবুশানকে সমস্যায় ফেলতে পারেননি কোন ভারতীয় বোলার।
বাকি ১০ টি ম্যাচে বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠা মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজদের এদিন একেবারে সাদামাটা দেখিয়েছে। আমদাবাদের ২২ গজে ಌআশা করা হয়েছিল ফাইনালে ভারতীয় স্পিনাররা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। কিন্তু ফাইনালে কার্যত বল স্পিন করাতেই পারেননি কুলদীপ বা জাদেজা। এমন আবহে ফাইনাল হারের দায় বোলারদের উপর কোনওভাবেই চাপাতে রাজি নন ভাꦿরতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে।
বোলারদের যে প্রচেষ্টা ছিল, তাকে বরং সম্মান জ❀ানিয়েছেন পরশ মামব্রে। তাঁর মতে, ‘একটা খারাপ ম্যাচ এই বোলারদের কঠোর পরিশ্রম, দুরন্ত পারফরম্যান্স কোন কিছুই কেড়ে নিতে পারে না। শেষ ৬-৭ মাস যদি আমরা দেখি, তাহলে দেখব এই বোলাররা যেভাবে পারফরম্যান্স করেছে তা অনবদ্য। এশিয়া কাপ বলুন, এশিয়া কাপের আগে বলুন, অনবদ্য পারফরম্যান্স করেছে এই বোলাররা। ওদের পারফরম্যান্স এক কথায় অতুলনীয়। আমি ওদের প্রচেষ্টা, ওদের নিষ্ঠাকে কোন দোষ একেবারেই দিতে পারব না।’
তিনি আরও বলেন, 'শেষ কয়েকটা বছর খুব চ্যালেঞ্জিং ছিল আমাদের কাছে। এই সময়ে বেশিরভাগ সময়ে বুমরাহ মাঠের বাইরে ছিল ಞ(চোটের কারণে)। দলে ও আসাতে ঠিক কতটা পরিবর্তন ঘটে গিয়েছে তা ওঁকে দেখেই বোঝা যায়। তবে ওঁর অনুপস্থিতিতে আমরা অন্যান্য অপশন নিয়ে কাজ করেছি। যেমন মুকেশ (কুমার), প্রসিধ (কৃষ্ণা), কুলদীপ (সেন)। এই ছেলেদেরকে আমরা সুযোগ দেব, যাতে এরা ম্যাচ খেলার আরও অভিজ্ঞতা পায়। আমি বিষয়টাকে এই ভাবেই দেখব।'
মাত্র ৭ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা উইকেটশিকারী হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন মহম্মদ শামি। তাঁর বিষয়ে বলতে গিয়ে পরশ মামব্রে জানিয়েছেন, 'শামি অনবদ্য খেলেছে। প্রথম কয়েকটা ম্যাচে দলের হয়ে খেলার সুযোগ না পেয়েও পরবর্তীতে যেভাবে ও পারফরম্যান্স করেছে, তা ভাষায় বর্ণনা করা কঠিন। যেভাবে ও বল করেছে তা অনবদ্য। ওর প্রভাব ছিল অবিশ্বাস্য। ভারত আগামী দিনে সাতটি টেস্ট খেলবে। দুটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। পাঁচটি ইংল্যান্ডের বিপক্ষে। সে🔯খানেও ওর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তবে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকটাও খেয়াল রাখতে হবে। বুমরাহ-সহ সকলের গত ছয় মাসে বেশ চাপ গেছে। এই বিষয়ে আমাদেরকে আরও স্মার্টভাবে এগোতে হবে। এই বিষয়ে আমাদের নজর দিতে হবে।'