মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার রেকর্ডকে পিছনে ফেলে কপিল দেব ও সৈয়দ কিরমানির রেকর্ড ভেঙে দিলেন নেদারল্যান্ডসের দুই তারকা। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ভ্যান বেক গড়লেন বিশ্বকাপে নতুন এক রেকর্ড। বিশ্বকাপের মঞ্চে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন নেদারল্যান্ডসের এই দুই তারকা। ২০২৩ আইসিসি বিশ্বকাপের ১৯তম ম্যাচ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড𝓀স। সেই ম্যাচেই এই রেকর্ড গড়েন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ভ্যান বেক। সপ্তম উইকেটে ১৩০ রানের জুটি গড়েন তাঁরা।
এর আগে এই রেকর্ডটি কপিল দেব ও সৈয়দ কিরমানির দখলে ছিল। তাঁরা ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে সপ্তম উইকেটে অপরাজিত ১২৬ রানের জুটি গড়েছিলেন। এই জুটির দৌলতে সেই ম্যাচ জিতেচিল ভারত। এই তালিকায় এতদিন দুই নম্বরে ছিলেন জিম্বাবোয়ের আই বুচার্ট ও ডি হাউটন। ১৯৮৭ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা সপ্তম উইকেটে ১১৭ রানের জুটি গড়েছিলেন। তালিকায় বর্তমানে চার নম্বরে চ🧸লে গিয়েছে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার রেকর্ড। ২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সপ্তম উইকেটে ১১৬ সালের জুটি গড়েছিꩵলেন ভারতের এই দুই তারকা ক্রিকেটার।
তবে এদিন শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডসের কথা বললে, শনিবার নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার মধ্যে ২০২৩ বিশ্বকাপের ১৯তম ম্যাচটি খেলা হচ্ছে। লখনউয়ের ভারতরত্ন 🃏শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছে। এদিনের ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। টুর্নামেন্টে তাদের চতুর্থ ম্যাচ খেলছে নেদারল্যান্ডস ও𓄧 শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস এখন পর্যন্ত একটি জয় নথিভুক্ত করেছে এবং বর্তমানে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে।
স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে নেদারল্যান্ডস দল তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে বড় বিপর্যয় সৃষ্টি করেছিল। এমন পরিস্থিতিতে নেদারল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটিও উত্তেজনাপূর্ণ হবে বলে মনে করা হচ্ছিল। টুর্নামেন্টে জয়ের মুখ দেখছে শ্রীলঙ্কা দল। তিনটি ম্যাচেই হেরেছে। লখনউয়ের মাঠে শ্রীলঙ্কাকে সহজেই ৫ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ড বনাম শ্রীলঙ্কা ওডিআই হেড টু হেড সম্পর্কে কথা বলতে গেলে, উভয়ই মোট ৫ বার সংঘর্ষে লিপ্ত হয়▨েছে। পাঁচটি ম্যাচেই নেদারল্যান্ডসকে হারিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা।
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৯.৪ ওভারে🧜 নেদারল্যান্ডস ২৬২ রান করে গুটিয়ে যায়। ম্যাচের একটা সময়ে ২১.২ ওভারে ৯১ রানে ছয় উইকেট হারিয়েছিল নেদারল্যান্ডস। সেখান থেকে দলকে ২২১ রানে নিয়ে যান সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ভ্যান বেক। এই জুটিতে ১৩০ রান তোলে নেদারল্যান্ডস। এরপরে স্কোরকে ২৬২তে নিয়ে সফল হন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটরা। এদিনের ম্যাচে চারটি করে উইকেট শিকার নেন দিলশান মদুশঙ্কা ও কাসুন রজিথা। মাহিশ থিকশানা একটি উইকেট নেন। ম্যাচটি জিততে হলে শ্রীলঙ্কার সামনে এখন ২৬৩ রানের টার্গেট রয়েছে।