ICC T20 World Cup 2024 West Indies vs South Africa: টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের গ্রুপ-2-এ ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি উভয় দলের জন্যই ডু অর ডাই ছিল। সমীকরণ বলছিল যে দলই জিতবে তারা সেমিফাইনালে পৌঁছে যাবে এবং পরাজিত দল টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বিদায় নেবে। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে আট উইকেটে ১৩৫ রান করে, কিন্তু বৃষ্টি দক্ষিণ আফ্রিকার ইনিংসকে ব্যাহত করে। এর পরে দক্ষিণ আফ্রিকা ১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্য পায়। শেষ পর্যন্ত তিন উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড আগে🍷ই মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ-2 থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সেমিফাইনালের টিকিট বুক করেছিল, এবার দ্বিতীয় দল হিসাবে সেমিতে উঠল দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন… IND vs AUS Live Streaming: কখন, কোথায়, কীভাবে ফ্রি-তে দেখতে পাবেন T2ꦐ0 WC 2024 Super 8-এর এই ম্যাচ
কেমন ছিল ক্যারিবিয়ান ইনিংস
এদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। স্কোর পাঁচ রানের আগেই প্যাভিলিয়নে ফিরেন শাই হোপ ও নিকোলাস পুরান। কাইল মায়ের্স ৩৪ বলে ৩৫ রান করেন এবং রোস্টন চেস করেন ৪২ বলে ৫২ রান। এই দুজনের ইಞনিংসের জোরেই ক্যারিবিয়ান দল এই স্কোর ছুঁতে পেরেছিল। অন্যথায় একটা সময়ে ১০০ রান করাও কঠিন মনে হচ্ছিল। দক্ষিণ আফ্রিকার হয়ে তাবরেজ শামসি চার ওভারে ২৭ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন মার্কো জানসেন, এইডেন মার্করাম ও কেশব মহারাজ।
আরও পড়ুন… অশ্বিনের টাইমলাইনেಞ পাক সা⛎ংবাদিকের অপপ্রচার! ইলন মাস্কের কাছে ভারতীয় স্পিনারের বিশেষ আবেদন
বৃষ্টি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে
দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে নামার পরে তখন মাত্র দুই ওভার খেলা হয়েছিল। সেই সময়ে দুই উইকেটে ১৫ রান করে খেলছিল দক্ষিণ আফ্রিকা তখন বৃষ্টি শুরু হয়। অ্যান্টিগায় যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল তাতে মনে হয়নি ম্যাচটা করা সম্ভব হবে। তবে বৃষ্টি থেমে গেলে ম্যাচের ওভার কমিয়ে দেওয়া হয়। যেখানে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিততে হলে ২০ ওভারে ১৩৬ রান করতে হত, সেখানে পরে ১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্য অর্জন করে দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি অনুসারে, ওয়েস্ট ইন্ডিজের দুজন বোলার চার ওভার বল করতে পারে, আর তিনজন বোলার তিন ওভার করতে পারে। পাওয়ারপ্লে পাঁচ ও🔥ভারের মধ্যে সীমাবদ্ধ করা হয়ে ছিল।
আরও পড়ুন… AUS vs AFG: প্রকাশ্যেই অজি ব🍬োর্ডের সমালোচনা খোয়াজার, ডাউন আন্ডারে না খেলতে পারা নিয়ে কী বললেন রশিদ
কেমন ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস-
এরপরে এইডেন মার্করাম ও ত্রিস্তান স্টাবস দক্ষিণ আফ্রিকার ইনিংসকে এগিয়ে নিয়ে যান। পরে এইডেন মার্করাম ১৫ বলে ১৮ রান করে আউট হয়ে যাওয়ার পরে এনরিখ ক্লাসেনের সঙ্গে জুটি গড়েন ত্রিস্তান স্টাবস। ১০ বলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ২২ রান করে আলজারি জোসেফের শিকার হন ক্লাসেন। এরপরে ইনিংস এগিয়ে নিয়ে যান ত্রিস্তান 𒀰স্টাবস ও ডেভিড মিলার। তবে ১৪ বলে মাত্র ৪ রান করে ডেভিড মিলার আউট হতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর ত্রিস্তান স্টাবসকে ২৯ রানে ফিরিয়ে ম্যাচের ছবি বদলে দেন রোস্টন চেস। কেশব মহারাজকেও আউট করেন রোস্টন চেস। ৬ বলে ২ রান করেন তিনি। তবে মার্কো জানসেন দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচ জয়ী ইনিংস খেলেন এবং দক্ষিণ আফ্রিকাকে সেমির টিকিট পাকা ক𝐆রে দেন। শেষ পর্যন্ত তিন উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। মার্কো জানসেন ১৪ বলে অপরাজিত ২১ রানের ইনিংস খেলেন।