বিরাট কোহলি ও বাবর আজম অফ-স্পিনারদের সামনে কেন সমস্যায় পড়েন, বিশ্বকাপ ন🍌িয়ে আলোচনায় রীতিমতো ডেমো দিয়ে বোঝালেন শোয়েব মালিক। মন দিয়ে শুনলেন দুই পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম ও মিসবা উল হক। শোয়েব অবশ্য এটাও জানাতে ভোলেননি যে, কোহলি সমস্যা কীভাবে এড়িয়ে যান, যেটা বাবর আজম পারেন না। বাবর কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, সেটাও জানিয়েছেন মালিক।
বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এ-স্পোর্টসের আলোচনায় মিসবা প্রসঙ্গ উত্থাপন করেন বাবর আজমের স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতা নিয়ে। তিনি বলেন, 🦹'সম্প্রতি বাবরের যে সমস্যাটা হচ্ছে, ফ্রন্ট মিড-অনে একজন এবং মিড-উইকেটে একজন ফিল্ডার রাখলে ও স্ট্রাইক রোটেট করতে পারছে না। সেই চাপ থেকে বেরিয়ে আসা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে🥀 ওর পক্ষে।'
এই সমস্যা নিয়ে আলোচনাতেই ব্যাট হাতে ডেমো দিতে দেখা যায় শোয়েব মালিককে। তিনি বলেন, ‘বাবর আজম ও বিরাট কোহলি, অফ-স্পিনারদের বিরুদ্ধে দু’জনকে একটু সমস্যায় দেখায়। যে কোনও স্পিনারকে, বিশেষ করে অফ-স্পিনারকে সামলানোর সময় ফ্রন্ট-ফুট ক্রসে গেলেই সমস্যায় পড়তে হয়। দু'জনেরই এই সমস্যাটা রয়েছে। তবে বাবরের একটা ভালোಌ দিক হলো, অন্য স্পিনারদের যখন ও খেলে, তখন ওর ফ্রন্ট ফুট সামনের দিকে যায় (ক্রসে নয়)। বিরাটের সেক্ষেত্রে পা তবু কিছুটা ক্রসে যায়।'
শোয়েব আরও বলেন, ‘তবে বিরাট কোনওভাবে সেটা ম্যানেজ করে নেয়। মাঝে মাঝেই বড় শট খেলে দেয়। বাবরও যদি বড় শট খেলে, তাহলে এই সমস্যা থে𒆙কে বেরিয়ে আসত𓆏ে পারে।’
বাবর কীভাবে সমস্যা কাটিয়ে উঠতে পারেন, তার আরও একটা উপায় বাতলে দ🐲েন শোয়েব। তিনি বলেন, ‘বাবর টু-লেগ স্টাম্পে গার্ড নেয়। অর্থাৎ, লেগ-স্টাম্প ও মিডল-স্টাম্পের মাঝে পা রাখে এবং ফ্রন্ট-ফুট কিছুটা খুলে রাখে। ফ্রন্ট-ফুট খুলে রাখার অর্থ সামনের দিকে পা নিয়ে যাবে। তবে বাবরের পা তার পরেও ক্রসে এগোয়। পা ক্রসে গেলেই জায়গা ব্লক হয়ে যায়। সুইপ শট তো ও খেলতে পᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚারে না। বল স্লো হয় বলে কভারে আপনি খেলতে পারবেন না। বাবর তাই একটু শর্ট বল পেলে ক্রসে শট খেলার চেষ্টা করে।’