Pakistan vs Sri Lanka-১০ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর এই ম্যাচে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস টুর🔥্নাম🍷েন্টের অন্যতম সেরা ইনিংস খেলেছেন। তবে এই ম্যাচে কুশল মেন্ডিসের আউট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এদিন কুশ মেন্ডিসের আউটের পরে একটি ভিডিয়ো ও কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যা দেখে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আসলে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচেও যে এমন ছবি দেখা গিয়েছিল।
ঘটনাটি ঘটেছে এদিনের ম্যাচের ২৮.৫ ওভারে। সেই সময়ে হাসান আলির বলে লম্বা ছক্কা মারে যান মেন্ডিস। সেই সময়ে বাউন্ডারি লাইনে দাঁড়িয়েছিলেন ইমাম উল হক। মেন্ডিসের সেই বল ক্যাচ নেন ইমাম উল। তবে এরপরেই শুরু হয়েছে বিতর্ক। আসলে দেখা যায় ইমাম উল হক ক্যাচটি ধরে মাঠের যে অংশে পড়ে রয়েছেন সেখানে বাউন্ডারি লাইনের দাগ দেখা যাচ্ছিল। ছবিতে দেখা যাচ্ছে বাౠউন্ডারি লাইনের𒁏 দড়িটি সেই দাগের থেকে অনেকটাই পিছনে রয়েছে।
এরপরেই নেদারল্যান্ডস বনাম পাকিস্তান ম্যাচের ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের ফিল্ডার বাউন্ডারি লাইনের যেখানে দাঁড়িয়ে রয়েছে꧅ন সেখানে বাউন্ডারি লাইনের সাদা দাগ দেখা যাচ্ছে, আর বাউন্ডারি লাইনের দড়িটি তার থেকে অনেকটাই পিছনে রয়েছে। সেই সময়ে এই ভুলটি নিয়ে প্রশ্ন তুলেছিল। অনেকেই বলেছিলেন এটা হয়তো মাঠ কর্মীদের ভুল। তবে এদিন পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের এই ছবি দেখে অনেকেই পাকিস্তানে🐲র ক্রিকেটারদের দিকে আঙুল তুলছেন।
অনেকেই দাবি করেছেন, শুধু মাত্র পাকিস্তনের ম্যাচে এমন কেন হয়। এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে এই রকম করার জন্য পাকিস্তান দল সুবিধা পেয়েছে। এরপরেই সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। অনেকেই তো বলতে শুরু করেছে যে কুশল মেন্ডিসকে চুরি করে আউট 🌞করেছে পাকিস্তান। এখন দেখার আইসিসি এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।
এদিনের ম্যাচের কথা বললে, দাসুন শানাকা রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচে মহেশ থিকশানা ফিরেছেন এবং লঙ্কান বোলিংকে আরও শক্তিশালী করেছেন। আউট অফ🧔 ফর্ম ফখর জামানকে বাদ দিয়ে আব্দুল্লাহ শফিককে দলে এনেছে পাকিস্তান। কুশল পেরেরা শূন্য রানে ফিরলেন, এরপরে কুশল মেন্ডিস ৭৭ বলে ১২২ রানের ইনিংস খেলেন। পাথ꧂ুম নিশঙ্কা ৬১ বলে করেন ৫১রান। এরপরে সাদিরা সমরাবিক্রমে ৮৯ বলে ১০৮ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার ইনিংসকে ৩০০ রান টপকে দেন। এছাড়াও শানাকা ১২ রান ও ধনঞ্জয়া ডি'সিলভা ২৫ রান করেছিলেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে শ্রীলঙ্কা তুলেছে ৩৪৪ রান। এদিন হাসান আলি ১০ ওভারে ৭১ রান দিয়ে চার উইকেট শিকার করেন। শাহিন আফ্রিদি ও মহম্মদ নাওয়াজ একটি এবং হ্যারিস রাউফ দুটি উইকেট শিকার করেছেন। পাকিস্তানকে ম্যাচটি জিততে হলে করে হবে ৩৪৫ রান।