বিশ্বকাপের মাঝেই বিরাট সুখবর পেলেন ক্রিকেটপ্রেমীরা। ১২৮ বছর পরে ক্রিকেটের অলিম্পিক্সে ফেরার সম্ভাবনা বাস্তবের রূপ পেতে চলেছে। শুক্রবার মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকে কা𒁏র্যত সিলমোহর পড়ে যায় সম্ভাবনায়। আসলে ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে অন্তর্ভুক🧜্ত করার প্রস্তাব ভোটাভুটিতে তোলার জন্য গ্রহণ করেছে আইওসি।
প্রস্তাব গৃহীত হওয়ায় আগামী সোমবার শেষ পরীক্ষায় বসতে হবে ক্রিকেটকে। ইন্টারন্যাশনাল অল൲িম্পিক কাউন্সিলের সদস্য দেশগুলির ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পেলেই ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস 🍎অলিম্পিক্সে দেখা যাবে ব্যাট-বলের লড়াই। উল্লেখ্য, ভোটাভুটিতে ক্রিকেটের পাশ করার সম্ভাবনাই বেশি।
ক্রিকেটকে অলিম্পিক্স স্পোর্টস হিসেবে তুলে ধরার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে আইসিসি। শেষমেশ তাদের ౠপ্রয়াস সাফল্যের মুখ দেখেতে চলেছে বলা যায়। ইতিমধ্যেই এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে দেখা গিয়েছে ক্রিকেট। ২০২৮ সালে ক্রিকেটাররাও অলিম্পিয়ানের মর্যাদা পাবেন কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুট🌞া সময়।
আইওসি সভাপতি থমাস বাখ শুক্রবার বৈঠকের শেষে জানিয়ে দেন যে, টি-২০ ক্রিকেটকে ২০২৮ অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করার জন্য ল🔯স অ্যাঞ্জেলেস গেমসের আয়োজক কমিটির সুপারিশ গৃহীত হয়েছে। শুধু ক্রিকেট নয়, লস অ্যাঞ্জেলে গেমসে মোট ৫টি নতুন খেলা দেখা যেতে পারে, যার মধ্যে রয়েছে স্কোয়াশও। ক্রিকেট ও স্কোয়াশের সঙ্গে বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল ও ল্যাক্রসের জন্য আয়োজক কমিটির প্রস্তাবও গ্রহণ করেছে আইওসি।
উল্লেখ্য, এখনও পর্যন্ত একবার মাত্র অলিম্পিক্সের আসরে ক্রিকেট খেলা হয়েছিল। ১৯০০ সালে প্যারিস অলিম্পিক গেমসের ক্রিকেট ই✃ভেন্টে অংশ নিয়েছিল গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। খেলা হয়েছিল শুধুমাত্র স্বর্ণপদকের জন্য।
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে বেশ কিছু দল অংশ নিলেও প্রথমসারির দেশগুলি সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে মাঠে নামে। লস অ্যাঞ্জেলেসে 🐻অন্ততপক্ষে ৫টি করে দলকে নিয়ে খেলা হতে পারে ছেলে ও মেয়েদের টি-২০ ক্রিকেট। দল নির্বাচন করা হতে পারে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইসিসি ব়্যাঙ্কিং অনুযܫায়ী।
এক্ষেত্রে ইংল্যান্ডকে গেমসে অংশ নিতে হবে গ্রেট ব্রিটেন হিসেবে। ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জন করলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত কোনও একটি দ🍸েশকে মাঠে নামতে হবে ইভেন্টে। গত কমনওয়েলথ গেমসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামে তাদের আঞ্চলিক টি-২০ চ্যাম্পিয়ন দেশ বা🧸র্বাডোজ।
অলিম্পিক্সে 💧ক্রিকেট খেলা হলে ꦬভারত পদক জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠবে সন্দেহ নেই। এমনকি স্কোয়াশ থেকেও ভারতের পদক জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।