🦂 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়𒅌ার পর ভারতের সামনে এখন নতুন মিশন। ২২ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। সিরিজের আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। আর সেখানে সূর্যকুমার যাদবকে নিয়ে বড় দাবি করলেন দ্রাবিড়।
অজি সিরিজের প্রথম দুই ম্যাচে থাকছেন না ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল। দলে নেই হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহরাও। তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। যে কারণে ভারতীয় দলের একাদশ কী হবে, তা নিয়ে তীব্র চর্চা রয়েছে। ভারতের একাদশে কি সূর্যকুমার যাদবক🍌ে দেখা যাবে?
আরও পড়ুন: পাকিস্তান পুরো ঘেঁটে আ♉ছে, ভারত একেবারে তৈরি, সোজাসাপ্টা ইংলিশ প্রাক্তনী
মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি রেকর্ড আকর্ষণীয় হলেও, ওয়ানডে ফর্ম্যাটে তাঁর গ্রাফটা একেবারেই নিম্নমুখী। ওডিআই ফরম্যাটে সূর্যকুমার যাদবের ব্যাটিং নিয়ে, তাঁর দলে থাকা নিয়েওꦐ প্রশ্ন উঠে গিয়েছে। তবে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট বলে দিয়েছেন যে, তাঁরা সূর্যকুমার যাদবের পাশে🦄 রয়েছেন। তাঁকেই সমর্থন করছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই-এর একদিন আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দ্রাবিড় বলেন, ‘আমি মনে করি না, ডেডলাইন নিয়ে সূর্যের ভাবার প্রয়োজন আছে! আমরা বিশ্বকাপের জন্য আমাদের 💧দল বেছে নিয়েছি। সূর্য তাতে✱ আছে। আমরা সম্পূর্ণ ভাবে ওর পাশে আছি। কারণ আমরা যে গুণমান এবং ক্ষমতা দেখেছি, সেই কারণেই ওকে সমর্থন করেছি। আমরা সবাই ওকে টি-টোয়েন্টি ক্রিকেটে দেখেছি।’
আরও পড়ুন: শুভমন পরবর্তী কোহলি হতে চায়- বিশ্বক𓄧াপের আগেই বড়ꦓ দাবি করে বসলেন ভারতের প্রাক্তনী
দ্রাবিড় যোগ করেছেন, ‘তিনি ছয় নম্বরে কতটা প্রভাব ফেলতে পারেন, তা আমরা সবাই ভালো𝄹 করেই জানি। পুরো খেলার মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা ওর আছে।’ তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার দুরন্ত পারফরম্যান্স করলেও, ওডিআই-এ তাঁর সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি। ভারতের হয়ে ২৭টি ওডিআই ম্যাচ খেলা এই ব্যাটসম্যান মাত্র ৫৩৭ রান করেছেন।
রাহুল দ্রাবিড় এও বলেছেন যে, ‘আমরা আত্মবিশ্বাসী যে, সূর্যকুমার ജযাদব ওয়ানডে ফর্ম্যাটেও দুর্দান্ত প্রত্যাবর্তন করবে।’ এছাড়াও, সূর্য যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি ওডিআই সিরিজের প্রথম ২ ম্যাচের একাদশে সুযোগ পাবেন, সেটাও দ্রাবিড় স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ হবে মোহালিতে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায়।