শুভব্রত মুখার্জি- ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আটটি ম্যাচ খেলে আটটিতেই জয় পেয়েছে তারা। ভারতের পাশাপাশি চলতি ওডিআই বিশ্বকাপে ব্যাট হাতে বেশ ভালো ফর্মে রয়েছেন বিরাট কোহলিও। ই𓃲তিমধ্যেই দুটি শতরান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। করেছেন চারটি অর্ধশতরানও। অল্পের জন্য নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করতে পারেননি তিনি। এই মুহূর্তে তাঁর ꧑ওয়ানডে কেরিয়ারের শতরানের সংখ্যা ৪৯। কিংবদন্তি সচিন তেন্ডুলকরেরও ৪৯টি। গত ম্যাচেই ইডেন গার্ডেন্সে কোহলি শতরান করে স্পর্শ করেছেন সচিনের রেকর্ড।ভারত তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। আর এই ম্যাচেই বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হবে কি হবে না সেই বিষয়টি নিয়েই এক মজার আলাপচারিতায় মাতেন দুই প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সাইমন ডুল এবং ইয়ান বিশপ।
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের ম্যাচ চলছে পুনেতে। আর এই ম্যাচের বিরতিতে অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের হয়ে আলোচনা♌র সময়ে ঘটেছে ঘটনাটি। এই মুহূর্তে ওডিআই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক কুইন্টন ডি'কক। তিনি করেছেন ৫৯১ রান। দ্বিতীয় স্থানে থাকা রাচীন রবীন্দ্রর ঝুলিতে রয়েছে ৫৬৫ রান। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি করেছেন ৫৪৩ রান। এমন আবহে দাঁড়িয়ে ডুল মজা করে বলেন যেহেতু টু্র্নামেন্ট শুরুর আগে তিনি ভবিষ্যতবাণী করেছিলেন যে ডি'কক সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন তাই তিনি চান নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিরাট কোহলিকে বিশ্রাম দিক ভারত। যার জবাবে মজা করেই ইয়ান বিশপ বলেন এই নেদারল্যান্ডস ম্যাচেই শতরান করে সচিনকে টপকে যেতে পারেন বিরাট। ফলে এই ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভাববেই না টিম ম্যানেজমেন্ট।
সাইমন ডুল বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে আমি আইসিসির এক শো'তে বলেছিলাম এই টু্র্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কুইন্টন ডি'কক। আর এই কারণেই আমি কোহলিকে বসিয়ে রাখব (নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্রাম দেব) পরের ম্যাচে যাতে করে ও ,ডি'কককে টপকে যেতে না পারে। আমি বিরাট কোহলির পরিবর্তে এমন কাউকে খেলাব যার খুব বেশি প্রভাব পড়বে না এই সর্বোচ্চ রান🦩 সংগ্রাহকের লড়াইতে।’ এরপরেই বিশপ বলেন, ‘আরে দাঁড়া ও। তুমি কী ভাবছ কোহলি স্বেচ্ছায় বিশ্রাম নিয়ে নেবে (নেদারল্যান্ডস ম্যাচে)। এই মুহূর্তে ও রেকর্ড গড়া (একদিনের ক্রিকেটে সর্বাধিক শতরান) থেকে মাত্র একটা শতরান দূরে রয়েছে! কিছুতেই এই ম্যাচে বিরাট বিশ্রাম নেবে বলে আমার মনে হয় না।’ যার উত্তরে ডুল হেসে বলেন, ‘না,না আমি জানি এর কোন সম্ভাবনাই নেই। আম♋ি খালি চেয়েছিলাম যাতে আমার ভবিষ্যদ্বাণী জিতে যায়।’