শুভব্রত মুখার্জি:- ২৯ জুন ২০২৪'র দিনটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এক দশকের হতাশা,না পাওয়ার যন্ত্রণাকে ভুলিয়ে দিয়ে এইদিন ভারতীয় দল ফের একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। ২০২৩ সালে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের💃 হতাশা কাটিয়ে উঠে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল কেনসিংটন ওভালে টি-২০ বিশ্বকাপ জিতেছে। এরপর ঘূর্ণিঝড় রেমালের কারণে বেশ কয়েকদিন ক্যারিবিয়ানভূমে আটকা পড়ে যায় ভারতীয় দল। এরপর দেশে ফেরার পরে তাদেরকে বীরের সম্বর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে রাজপথ এমনকি ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপছে পড়েছিল ভিড়। সেদিন ক𒅌ার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল গোটা মুম্বই শহরটা।
আরও পড়ুন… Lionel Messi’s bodyguard: দেখে নিন লিওনেল মেসির ভয়ঙ্কর বডিগার্ডকে𝓡! জানেন তাঁর বেতন কত?
বিসিসিআইয়ের তরফে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল বিশ্বজয়ীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন গৌরব কাপুর। তিনি জানিয়েছেন সেদিন মুম্বইয়ের রাস্তায় ট্রাফিক জ্যামে খুব খারাপভাবে ফেঁসে গিয়েছিলেন তিনি।অবস্থা এতটাই খারাপ ছিল যে তাঁকে পায়ে হেঁটে পৌঁছাতে হয়েছে স্টেডিয়ামে! মুম্বইয়ের ওয়াংখেড়েতে গোটা ভারতীয় দলকে সম্বর্ধনা দেওয়া হয়। বিরাট কোহলি, রোহিত শর্মারা এদিন দর্শকদের সঙ্গে নেচে ,গেয়ে উদযাপন করেন তাদের সাফল্য। গোটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকরাও যোগ🍎 দেন তাদের সঙ্গে।
এক অকল্পনীয় পরিবেশে তৈরি হয়েছিল। যার রেশ কিন্তু কাটেনি এখনো ভারতীয় ক্রিকেট সমর্থকদের। বেসরকারি হিসেব অনুযায়ী তিন লক্ষের ও বেশি মানুষ মুম্বইয়ের রাস্তায় বিশেষত মেরিন ড্রাইভ চত্বরে জমা হয়েছিলেন। সবার উদ্দেশ্য যেন ছিল একটাই।এক ঝলক তাদের তারকাদের দেখা। বিষয়টি নিয়ে সম্প্রতি তাঁর মতামত ব্যক্ত করেছেন তিনি। এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী তিনি থাকতে পেরে যে গর্বিত তা জানাতে ও ভোলেননি🎀 গৌরব কাপুর। টিভিতে উপস্থাপনার পা🔯শাপাশি তিনি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ও চালান। যেখানে তিনি বিখ্যাত ক্রিকেটারদের নিয়েই অনুষ্ঠান করে থাকেন।
আরও পড়ুন… T20I-তে কোহলির তিন নম্বর জায়গা নেওয়ার জন্য কি তৈরি রুতুরাজ?ඣ হঠাৎ কেন ধোনির কথা বললেন?
গৌরব কাপুর জানিয়েছেন, ‘এখনও আমা𒊎র সে দিনের অনুষ্ঠানের কথা মনে রয়েছে। এটা ভোলার নয়। এক অভূতপূর্ব অভিজ্ঞতা। আমার এখনও ওই মুহূর্তগুলো মনে পড়লে গায়ে কাঁটা দেয়। সে দিনের পরিবেশটা ছিল দুর্দান্ত। আমি চার্চগেট স্টেশনে গাড়ি করে পৌঁছাই। কিন্তু পুরোটা যেতে পারিনি। জ্যামে গাড়ি আটকে যায়। ফলে আমাকে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করতে হয়। আমি স্টেডিয়ামের গেটে পৌছানোর পরেও সমস্যা কমেনি। এত ভিড় ছিল যে আমি ঢুকতেই পারছিলাম না। সিকিউরিটি গার্ডরা কোনও রকমে ভিড় ঢেলে আমাকে ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেন। সে দিন দর্শকদের🍸 উন্মাদনা ছিল দেখার মতন।’ পাশাপাশি গৌরব কাপুর আরও জানিয়েছেন, ‘আমি রোহিত, কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়াকে তাদের ক্রিকেট কেরিয়ার আমি শুরু করতে দেখেছি। এই ট্রফি জিততে ওঁরা যে কঠোর পরিশ্রমটা করেছে তা অনবদ্য। কঠিন সময়কে চ্যালেঞ্জ করে পেরিয়ে গিয়েছে তারা।’