একটা সময়ে সোশ্যাল মিডিয়াতে বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইংল্যান্ডের মহিলা তারকা ক্রিকেটার। সেই ক্রিকেটারই এবার কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হতে চলেছে। আমরা কথা বল𝕴ছি ড্য🔥ানিয়েল ওয়াটের সম্বন্ধে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মহিলা দলে এন্ট্রি নিচ্ছেন ড্যানিয়েল ওয়াট।
২০১৪ সালে বিরাট কোহলিকে নিয়ে কী লিখেছিলেন ড্যানিয়েল ওয়াট-
আসন্ন মরশুম থেকে অর্থাৎ মহিলা প্রিমিয়ার লিগ ২০২৫ꦯ-এ তিনি RCB-এর হয়ে খেলবেন। ড্যানিয়েল ওয়াট ইউপি ওয়ারিয়র্স থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আসতে চলেছেন। ৩৩ বছর বয়সি ড্যানিয়েল ওয়াট হলেন বিরাট কোহলির বড় ভক্ত। ২০১৪ সালে, তিনি সোশ্যাল মিডিয়ায় কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়ে শিরোনামে জায়গা করে নিয়েছিলেন। তবে কোহলি সেই সময়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে ১০ বছর পরে ড্যানিয়েল ওয়াটের সেই পোস্ট আবার বেশ ভাইরাল হচ্ছে।
ড্যানিয়েল ওয়াটের পারফরমেন্স কেমন-
ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটার ড্যানিয়েল ওয়াট আসন্ন মহিলা প্রিমিয়ার লিগ ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে চলেছেন। কারণ তাঁকে 🤪ইউপি ওয়ারিয়র্স দ্বারা লেনদেন করা হয়েছিল। WPL 2025 বুধবার এক বিবꩵৃতিতে বলেছে ইউপি ওয়ারিয়র্স ওয়াটকে ৩০ লক্ষ টাকায় কিনেছিল এবং তিনি এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেবেন। ওয়াট ইংল্যান্ডের হয়ে দুটি টেস্ট, ১১২টি ওয়ানডে এবং ১৬৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ইম্প্রোভাইজড অফ স্পিন বোলিংও করেন।
আরও পড়ুন… শাকিবের ইচ্ছা পূরণ না হওয়ার পিছনে বোর্ডের কোন হাত নেই🦹: মুখ খুললেন BCB সভাপতি ফারুক আহম𒉰েদ
ড্যানিয়েল ওয়াটকে নিয়ে কী বললেন RCB-র ক্যাপ্টেন স্মৃতি মান্ধনা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্যাপ্টেন স্মৃতি মান্ধনা ওয়াইটের প্রবেশ নিয়ে বলেছেন, ‘ড্যানিয়েল একজন গেম চেঞ্জার এবং একজন দুর্দান্ত খেলোয়াড়। তার দক্ষতা এব🔯ং প্রতিযোগিতামূলক মনোভাব আমাদের দলের দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি সারিবদ্ধ। আমরা তাঁকে RCB-তে স্বাগত জানাতে এবং সে দলে যে শক্তি নিয়ে আসে তার জন্য উন্মুখ।’ মান্ধনার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মহি🐷লা দল WPL 2024 শিরোপা জিতেছিল। এবারে তারা আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে চাইবে।
আরও পড়ুন… IPL 2025 Retentio🅷n: KKR মস্ত বড় ভুল করতে চলেছে: শ্রেয়সকে নিয়ে মুখ ꧃খুললেন ইরফান পাঠান
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মহিলা দলের প্রধান কোচ ড্যানিয়েল ওয়াটকে নিয়ে কী বললেন?
এদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মহিলা দলের প্রধান কোচ লুক উইলিয়ামস বলেছেন, ‘ড্যানিয়েল ওয়াট, তার বিস্ফোরক ব্যাটিং এবং ফিল্ডিংয়ের জন্য পরিচিত, আরসিবিতে প্রচুর অভিজ্ঞতা এবং প্রতিভা নিয়ে তিনি আসবেন। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ট্র্যাক রেকর্ড রয়েছে তাঁর। তিনি একটি উল্লেখযোগ্য প্রভাব করতে প্রস্তুত। আমরা আগামী🦂 মরশুমে আরেকটি সফল অভিযানের লক্ষ্য রাখি।’