India vs New Zealand 1st Test: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের ফাইনালের দৌড় এখন আগের চেয়ে আরও বেশি কঠিন হয়ে উঠছে। কারণ ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্র⛄েলিয়া সহ শ্রীল♈ঙ্কা এবং ইংল্যান্ডের মতো দলগুলি প্রথম ও দ্বিতীয় স্থান নিশ্চিত করার জন্য নিজেদের সেরাটা দিচ্ছে। এর মধ্যে নিউজিল্যান্ডও এই লড়াইয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে এসেছে। রবিবার বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পর, ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লর্ডসের টিকিট পাকা করার জন্য নিজেদের মজবুত দাবিদার হিসাবে প্রমাণিত করেছে। এর অর্থ হল ভক্তরা চলতি WTC চক্রের একটি অ্যাকশন-প্যাকড ফাইনাল কোয়ার্টার নিশ্চিত করছে। ভারতকে বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারিয়ে দেওয়ার পরে WTC পয়েন্ট টেবিল দেখতে কেমন হয়েছে? চলুন দেখে নেওয়া যাক।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25: ফাইনালে যাওয়ার দৌড়
দুইবারের ফাইনালিস্ট, ভারত, এখনও WTC 2023-25 পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তবে দুটি ম্যাচ ঘরের মাঠে এবং পাঁচটি অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে হবে তাদের। টানা তৃতীয় ডব্লিউটিসি ফাইনাল খেলতে হলে ভারতকে তাদ🧜ের এই গেমগুলো থেকে পয়েন্ট আনতেই হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্🅰ট্রেলিয়া ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং তাদের চলতি WTC চক্রের বাকি খেলাগুলি ঘরের মাঠে খেলতে হবে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হোয🦩়াইটওয়াশ সহ তিন ম্যাচ জয়ের ধারায় থাকা শ্রীলঙ্কা ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। চ্যাম্পিয়নদের দৌড়ে শ্রীলঙ্কাও রয়েছে। রবিবার ৩৬ বছর পর ভারতে প্রথম টেস্ট জয়ের পর ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড দুই ধাপ লাফিয়েছে ও ছয় থেকে চারে উঠে এসেছে। তারাও এখনও এই লড়াইয়ে রয়েছ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 লিডারবোর্ড-
১) ভারত ১২ ম্যাচে ৮টি জিতে ও তিনটি হারের সঙ্গে একটি ম্যাচে ড্র করে ৯৮ পয়েন্ট ও ৬৮.০৬ পয়༒েন্ট পার্সেন্টেজ নিয়ে এখনও তালিকার শীর্ষে রয়েছে।
২෴) অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮টি জিতে ও তিনটি হারের সঙ্গে একটি ম্যাচে ড্র করে ৯০ পয়েন্ট ও ৬২.৫ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে এখনও তালিকার দ্বিতীয় স্থা🐻নে রয়েছে।
৩) শ্রীলঙ্কা ৯ ম্যাচ🃏ে ৫টি জিꦡতে ও চারটি ম্যাচে হেরেছে। এরফলে ৬০ পয়েন্ট ও ৫৫.৫৬ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে এখন তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
৪) নিউজিল্যান্ড ৯ ম্যাচে ৪টি জিতে ও পাঁচটি ম্যাচে হেরে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। এরফলে ৪৮ পয়েন্ট ও ৪৪.৪৪ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে এখন তারা তালিকার চ🌞তুর্থ স্থানে রয়েছে।
৫) ইংল্যান্ড দল এখনও ১৮টা ম্যাচ খেলেছে। এর মধ্যে তারা ৯টি জিতেছে ও ৮টি হেরেছে। এর সঙ্গে তারা একটি ম্যাচে ড্র করেছে। এর ফলে ৯৩ পয়েꦯন্ট ও ৪৩.০৫ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড।
৬) দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচে ২টি জিতে ও তিনটি হ♌ারের সঙ্গে একটি ম্যাচে ড্র করেছে। এর ফলে ২৮ পয়েন্ট ও ৩৮.৮৯ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে এখন তারা ত♓ালিকার ছয় নম্বরে রয়েছে।
৭) বাংলাদেশ ৮ ম্যাচে ৩টি জিতে ও পাঁচটি ম্যাচে হেরে তালিকার সাত নম্বর স্থানে রয়েছে। এর ফলে ৩৩ পয়েন্ট ও ৩৪.৩৮ ✤পয়েন্ট পার্সেন্⛄টেজ নিয়ে এখন তারা তালিকার সাত নম্বর স্থানে রয়েছে।
৮) পাকিস্তান দল এখনও ৯টা টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে তারা ৩টি জিতেছে🗹 ও ৬টি ম্যাচ হেরেছে। এর ফলে ২৮ পয়েন্ট ও ২৫.৯২ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে পাকিস্তান দল তালিকার আট নম্বরে রয়েছে।
৯) ওয়েস্ট ইন্ডিজ ৯ ম্যাচে ১টি জিতে ও ছয়টি হারের সঙ্গে দুটি ম্যাচে ড্র করে ২০ পয়েন্ট ও ১৮.৫ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে এখনও ত📖ালিকার নয় নম্বর স্থান অর্থাৎ তালিকায় সকলের শেষে রয়েছে।