বছরের পর বছর ধরেই বিরাট কোহলিকে দেখা গেছে আইপিএল হোক বা ভারতীয় দলে খেলতে আসা তরুণ ক্রিকেটারদের কঠিন সময়ে সাহায্য করতে। উঠতি প্রতিভাদের পাশে সব সময়ই দাঁড়িয়েছেন কোহলি, তাঁদের ঠিক ভুল দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে। ফিটনেসকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন বিরাট।
যশের সময় সব সময় থেকেছেন বিরাট
RCB পেসার যশ দয়ালের বাবা চন্দ্রপাল জানিয়েছেন যে, গত মরশুমে যখন যশ আরসিবি-তে যোগ দেন, কোহলি তাঁর ছেলেকে খুবই সাহায্য করেছিলেন। সেই সময় যশ দয়াল খুবই চাপের মধ্য়ে ছিলেন, কারণ তাঁর আগেরবার আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের ব্যাটের তাণ্ডবে এক ওভারে পাঁচটা ছয় খেতে হয়েছিল বাঁহাতি পেসারকে। বিরাট তাঁর ছেলের ওপর ঠিক কতটা ভরসা করেছিলেন, সেটাই জানান যশের বাবা।
বিরাটের কাছে কৃতজ্ঞ যশ দয়ালের বাবা
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রপাল বলছিলেন, "বিরাট কোহলি যশকে অনেক সাহায্য করেছে। ও যখন আরসিবিতে যোগ দেয়, বিরাট তাকে প্রায়শই তার রুমে ডাকত আবার কখনও কখনও, বিরাট নিজেই যশের ঘরে চলে যেত। যশকে বিরাট বলেছিল, ‘কঠোর পরিশ্রম করতে থাক, ঝড় তুলে দে। আমি তোর সঙ্গে আছি। চিন্তা করিস না। মেহনত করা বন্ধ করলে চলবে না। ভুল কর, কিন্তু তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যা।’
আরসিবিতে আসার পরই যশ দয়ালের কেরিয়ার পুরো বদলে গেছে। ভারতীয় দলে তিনি ডাক পেয়েছেন। আরসিবির এই বাঁহাতি পেসার গতবার সিএসকের বিরুদ্ধে একা হাতেই ম্যাচ জিতিয়েছিলেন শেষ ওভারে, এবারেও চিন্নাস্বামীতে একইভাবে সিএসকের বিরুদ্ধে শেষ ওভারে গিয়ে জয় এনে দিয়েছেন যশ। আইপিএলে এখন শিরোনামেই রয়েছেন বাঁহাতি এই পেসার, আর সেটা সম্ভব হয়েছে আরসিবির ভরসা এবং বিরাটের সাহায্য এবং গাইডেন্সে।
ভেঙে পড়া বোলারদের জুড়েছেন বিরাট
বিরাট কোহলির মতো এত বড় মাপের ক্রিকেটার যে তাঁর ছেলেকে এতটা সাহায্য করবেন, সেটা আগে বুঝতে পারেননি তিনি। তাই চন্দ্রপাল বিরাটের কাছে কৃতজ্ঞতার সুরেই বলছেন, ‘আমি অনেক ক্রিকেটারকেই ভাঙতে দেখেছি, বিশেষ করে বোলারদের। কিন্তু বিরাট কোহলি ওদেরকে নিজের হাতে জুড়ে দিয়েছে ’।
অধিনায়ক ভরসা করেন যশের ওপর
প্রসঙ্গত এবারের আইপিএলে যশ দয়াল ১১ ম্যাচে নিয়েছেন ১০টি উইকেট। কিন্তু সিএসকের বিরুদ্ধে শেষ ওভারে তাঁর ওপরই ভরসা রাখেন আরসিবির অধিনায়ক রজত পতিদার। আর ফাইনাল ওভারে গিয়ে অধিনায়কের ভরসার দাম দিতে পেরে খুশি উত্তরপ্রদেশ থেকে উঠে আসা এই বাঁহাতি পেসার।