দিল্লি প্রিমিয়র লিগের দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্প যশ ধুলের নেতৃত্বাধীন সেন্ট্রাল দিল্লি কিংসের। হিম্মত সিংয়ের ইস্ট দিল্লি রাইডার্সের কাছে কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন যশ ধুলরা।🤪 রবিবার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে প্রাংশু বিজয়রনের নর্থ দিল্লি স্ট্রাইকার্সকে হারিয়ে দেয় হৃত্বিক শোকিনের ওয়েস্ট দিল্লি লায়ন্স।
সেন্ট্রাল দিল্লি কিংস বনাম ইস্ট দিল্লি রাইডার্স
অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্সের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সেন্ট্রাল দিল্লি কিংস। তবে চূড়ান্ত ব্যটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে কিংস। শেষমেশ ৮.১ ওভারে মাত্র ৬১ রানে অল-🌱আউট হয়ে যায় সেন্ট্রাল দিল্লি।
ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ১৬ রান করেন হিতেন দালাল। ১৪ বলের ইনিংসে তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৯ বলে ১৫ রান কর🍌েন জন্টি সিন্ধু। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ক্যাপ্টেন যশ ধুল করেন ৫ বলে ১৩ রান। তিনি ৩টি চার মারেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
ইস্ট দিল্লির হয়ে ২ ওভারে ১৫ রান খরচ করে ৩টি উইকেট নেন হিমাংশু চৌহান। ২ ওভারে ৮ রান খরচ করে ২টি উইকেট নেন সিমরজিৎ সিং। ২ ওভারে ২১ রান খরচ করে একজোড়া উইকে﷽ট তুলে নেন রৌনক ওয়াঘেলা। 🐼ভবগান সিং ও হর্ষ ত্যাগী ১টি করে উইকেট সংগ্রহ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ইস্ট দিল্লি রাইডার্স মাত্র ৪.১ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ৬২ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ ৯৫ বল বাকিꦅ থাকতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে তারা। অনুজ রাওয়াত ১২ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ১৩ বলে ৩১ রান করে নট-আউট থাকেন হিম্মত সিং। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ম্যাচের সেরা হন হিমাংশু।
নর্থ দিল্লি স্ট্রাইকার্স বনাম ওয়েস্ট দিল্লি লায়ন্স
কোটলায় ওয়েস্ট দিল্লি লায়ন্সের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে না𒐪মে নর্থ দিল্লি স্ট্রাইকার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তোলে। যশ ভাটিয়া ৩৭, বৈভব রাও🍸য়াল ৩৬, বৈভব কান্দপাল ২৯ ও যশ দাবাস ১০ রান করেন।
ওয়েস্ট দিল্লির অখিল চৌধরী ৪ ওভারে ২০ রান খরচ করে ৪টি উইকেট তুল✃ে নেন। ১টি করে উইকেট নেন♉ নভদীপ সাইনি, রোহিত যাদব, শিবাঙ্ক বশিষ্ট ও হৃত্বিক শোকিন।
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট দিল্লি ১৮.৩ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫০ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৯ বল বাকি থাকতে ৩ উই🐓কে🍎টে ম্যাচ জেতে তারা। অঙ্কিত কুমার ৩৯, একাংশ দোবাল ২৭ ও দীপক পুনিয়া ১৮ রান করেন।
নর্থ♒ দিল্লির অনিরুদ্ধ চৌধরী ২৫ রানে ২টি উইকেট নেন। সুয়াশ শর্মা ৪ ওভারে ৩১ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। ম্যাচের সরা হন অখিল।