ভারত বনাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরে গোটা বিশ্ব রোহিত শর্মাদের সমালোচনা শুরু করেছে। এই ঘটনা দেখে দলের সঙ্গে যুক্ত থাকা প্রাক্তন সাপোর্ট স্টাফরা বেশ হতাশ হয়েছেন। ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে যুক্ত ছিলেন টিমের ড𝄹াটা অ্যানালিস্ট হিমানীশ গাঞ্জু। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে রোহিত শর্মাদের পাশে দাঁড়িয়েছেন।
এই সময়ে তিনি প্রাক্তন ক্রিকেটারদের একহাত নিয়♎েছেন। নিজের সোশ্যাল মিডিয়াতে হিমানীশ গাঞ্জু জানিয়েছেন তিনি ২ বছর ধরে এই দলটির সঙ্গে ছিলেন। তিনি জানেন এই দলের ক্রিকেটাররা কতটা প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিযোগী, পেশাদার।🔴 তারপরেও এই দল সম্পর্কে এমন ভাবে সমালোচনা করাটা কিছুতেই মানতে পারছেন না দলের প্রাক্তন ডাটা অ্যানালিস্ট হিমানীশ গাঞ্জু। দলের পাশে দাঁড়িয়ে একাধিক পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন… বিরাট কোহলির ঝাঁঝটা💟 আর🐎 আগের মতো নেই: BGT 2024-25 আগে কেন এমন বললেন মার্নাস ল্যাবুশান?
সমালোচকদের একহাত নিয়েছেন হিমানীশ গাঞ্জু?
হিমানীশ গাঞ্জু নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘আমি ২ বছর বাহ্যিকভাবে ভারতীয় দলের সঙ্গে ছিলাম। এর ফলে আমি বুঝতে পেরেছিলাম যে এই সমস্ত খেলোয়াড়রা কতটা প্রতিশ্রুতিবদ্ধ, কতটা প্রতিযোগী, কতটা পেশাদার। এই দুই বছরের অভিজ্ঞতায় আমি এই দলের সম্পর্কে বিশাল দৃষ্টিভঙ্গি পেয়েছি। তারা কতটা যত্ন নেয়, সেটা জানি। যে কোনও সাংবাদিক বা প্রাক্তন খেলোয়াড়ের 100x বেশি দৃষ্টিভঙ্গি থাকা উচিত, তবেই তা🔜রা এটা বুঝতে পারবে। এরপরেও এমন সমালোচনা, এমনটা হতে দেখে বেশ হতাশ লাগে।’
প্রাক্তনদের উদ্দেশ্যে কী লিখলেন হিমানীশ গাঞ্জু?
এরপরের পোস্টে হিমানীশ গাঞ্জু প্রাক্তন তারকাদের একহাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘এবং প্রাক্তন খেলোয়াড়রা যে সমস্ত বাজꦦে কথা বলেছে তা আরও হতাশাজনক। আপনি যদি ক্রিকেটের আশেপাশে থাকেন এবং আপনি জানেন যে এটি কীভাবে কাজ করে, তাহলে বুঝবেন এই প্রাক্তন খেলোয়াড়রা যা বলে তার বেশিরভাগই সম্পূর্ণ বাজে কথা।’ജ
আরও পড়ুন… AI দিয়ে মহিলা ক্রিকেটারদের 🐻সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC
কেন দোষারোপ করা হচ্ছে?
রোহিতদের সমালোচনা করে প্রাক্তন ক্রিকেটাররা যে বিতর্কিত পোস্ট ও সাক্ষাৎকার দিচ্ছেন তার প্রতিবাদ করেছেন হিমানীশ গাঞ্জু। তিনি লিখেছেন, ‘আসলে তাদের কিছু যায় আসে না / তাদের শাস্তি হোক/ তারা প্রতিশ্রুতিবদ্ধ নয়, এই সব কথাবার্তা শুধু বাজে কথা নয🤡়, এটা এমন লোকদের কাছ থেকে আসা উচিত নয় যারা বহু বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন এবং খেলোয়াড়দের চেনেন। যারা খেলোয়াড়দের এই সবের জন্য দোষারোপ করেন তাদের পক্ষ থেকে এটা লজ্জার অভাব।’