নর্দাম্পটনশায়ারের হয়ে ওয়ান ডে কাপের ম্যাচ দিয়ে এবছর কাউন্টি ক্রিকেটে✨ আবির্ভাবেই ৫ উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। সেই ম্যাচে প্রতিপক্ষ দল ছিল কেন্ট। এবার ডার্বিশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৫ উইকেট নিয়ে দলকে সুবিধাজনক পরিস্থিতিতে টেনে তোলেন চাহাল।
ঘরের মাঠে ডার্বিশায়ারের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নর্দাম্পটনশায়ার। যদিও বড় রানের ইনিংস গড়া সম্ভব হয়নি তাদের পক্ষে। 💟নর্দাম্পটনশায়ার প্রথম ইনিংসে ২১৯ রানে অল-আউট হয়ে যায়। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন সইফ জায়েব। তিনি ১৪৪ বলে ৯০ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। মারেন ১০টি চার ও ২টি ছক্কা।
এছাড়া হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন জাস্টিন ব্রড। তিনি ৬৪ বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন। কার্যকরী ইনিংসে জাস্টিন ৫টি চা💟র মারেন। জেমস সেলস ২৩, লিউক প্রোক্টর ১২ ও লুইস ম্যাকমানাস ১৪ রানের যোগদান রাখেন। ওপেন করতে নেমে পৃথ্বী 💎শ ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করে আউট হন। যুজবেন্দ্র চাহাল ১১ নম্বরে ব্যাট করতে নামেন। তিনি ১৪ বল খেলে অপরাজিত থাকেন। যদিও কোনও রান সংগ্রহ করতে পারেননি যুজি।
ডার্বিশায়ারের হয়ে প্রথম ইনিংসে ২টি ক🍸রে উইকেট নেন জ্যাক চ্যাপেল, ♕মার্টিন অ্যান্ডারসন ও জ্যাক মরলি। ১টি করে উইকেট নেন হ্যারি মুর, লুইস রিস, অ্যালেক্স থমসন ও ডেভিড লয়েড।
হাতে বড় রানের পুঁ꧂জি না থাকলেও প্রথম ইনিংসের নিরিখে লিড নিতে সক্ষম হয় নর্দাম্পটনশায়ার। সৌজন♉্যে যুজবেন্দ্র চাহালের অনবদ্য বোলিং। পালটা ব্যাট করতে নামা ডার্বিশায়ারের প্রথম ইনিংস মাত্র ১৬৫ রানে গুটিয়ে দেয় নর্দাম্পটনশায়ার।
লুইস রিস ৫০, ব্রুক গেস্ট ২৮, ওয়েন ম্যাডসেন ৪৭ ও ডোনাল্ড ২১ রান করেন। ক্যাপ্টেন লয়েড ১ রান করে আউট হন। চাহাল ১৬.৩ ওভার 🅷বল করে ২টি মেডেন-সহ ৪৫ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ৬৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন রব। ১টি করে উইকেট পকেটে পোরেন বেন স্যান্ডারসন ও জাস্টিন ব্রড।