শুভব্রত মুখার্জি:- ক্রিকেটারদের নিষিদ্ধ মাদক সেবন করা নতুন কিছু নয়। বহু ক্রিকেটারকেই শাস্তির মুখে পড়তে হ🔯য়েছে। সাসপেন্ডও করা হয়েছে তাদেরকে। এবার ফের একবার ডোপ টেস্টে ব্যর্থ হলেন দুই ক্রিকেটার। শুধু ক্রিকেটা নয়, বিশ্ব জুড়ে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে ডোপিংয়ের সমস্যা একটি বড়সড় সমস্যা। এই সমস্যাকে ক্রীড়াজগত থেকে সম্পূর্ণ ভাবে দূর করতে বদ্ধপরিকর স্পোর্টস বডি অর্থাৎ ক্রীড়া সংস্থাগুলি।
বিশ্ব জুড়ে নাডার মতে সংস্থা এই কাজে নিরত্তর পরিশ্রম করে চলেছে। তার মাঝেও বিভিন্ন ক্ষেত্র থেকে এই ডোপিংয়ের ক༒ালো ছায়া মুক্ত হয়নি। তার ফের একবার প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার। এবার এই ডোপিংয়ের প্রভাব পড়ল ক্রিকেট মাঠে। জিম্বাবোয়ের দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করল সেই দেশের ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে বোর্ডের নিষেধাজ্ঞার কবলে পড়তে হল এই দুই ক্রিকেটারকে। 'রিক্রিয়েশনাল' অর্থাৎ ‘বিনোদনমূ🍰লক মাদক’ নেওয়ার অভিযোগ উঠেছে মাধেভেরে ও ব্রান্ডন মাভুতার বিরুদ্ধে।
জাতীয় দলের দুই ক্রিকেটারকে করেছে নিষিদ্ধ জিম্বাবোয়ে ক্রিকেট (জেডসি)। ২৩ বছর বয়সী ব্যাটার ওয়েসলি মাধেভেরে ও ২৬ বছর বয়ꦬসী অলরাউন্ডার ব্রান্ডন মাভুতাকে বৃহস্পতিবারই নিষিদ্ধ ঘোষণা করেছে জিম্বাবোয়ে ক্রিকেট। ঘটনাচক্রে দুজনই সদ♈্য সমাপ্ত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে ছিলেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে মাধেভেরে ও মাভুতার নিষেধাজ্ঞার খবর জানিয়েছে জেডসি। সম্প্রতি প্রতিযোগিতা-বহির্ভূত একটি ডোপ পরীক্ষায় দুই ক্রিকেটার পজিটিভ হয়েছেন। দুই ক্রিকেটারের নমুনায় মাদকের উপস্থিতি পাওয়া গিয়েছে।
জেডসি’র ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য তৈরি আচরণবিধিতে অভিযুক্ত হয়েছেন এই দুই ক্রিকেটার। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে শুনানি শুরু হবে। তবে এই দু🥃ই ক♚্রিকেটার ঠিক কী ধরনের মাদক নিয়েছেন? কবে পরীক্ষা করা হয়েছে? সেই বিষয়ে কিছু নির্দিষ্ট করে জানায়নি বোর্ড কর্তৃপক্ষ। ২৩ বছর বয়সী অলরাউন্ডার মাধেভেরে ২০২০ সালে সিলেটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্যে দিয়ূ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন। জিম্বাবোয়ের হয়ে ৬০টি টি-২০, ৩৬টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলেছেন মাধেভেরে। অপরদিকে মাভুতা জিম্বাবোয়ের হয়ে খেলেছেন ৪টি টেস্ট, ১০টি ওয়ানডে ও ১২টি টি-২০। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জিম্বাবোয়ে দলে ছিলেন এই দুই ক্রিকেটার।