দলের মধ্যে বড় বিদ্রোহের মুখে প্রয়াত রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান। তাঁর বিরুদ☂্ধে লোকসভা ভোটের টিকিট বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছে দলের নেতারাই। এই বিদ্রোহীদের মধ্যে এক প্রাক্তন সাংসদ এবং এক প্রাক্তন বিধায়ক রয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই প্রতিবেদন অনুযায়ী, লোক জনশক্তি পার্টির (রামবিলাস) ২২ জন নেতা বুধবার চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে লোকসভার টিকি ‘বিক্রি’ করা𒅌র অভিযোগে দলত্যাগ করেছেন। যা অনেকেই কল্পনাও করতে পারেননি।
প্রাক্তন সাংসদ রেণু কুশওয়াহা,দল থেকে পদত্যাগ করার পর বলেন, ‘বাইরের লোকের পরিবর্তে দলের 🥃কর্মীদের টিকিট দেওয়া উচিত। দল▨ের প্রতি আমাদের নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আমরা এখানে শ্রমিক হিসাবে কাজ করতে আসিনি।’
আরও পড়ুন। ‘জেল কি তালে টুটেঙ্গে,’ তিহাড় থেকে বেরিয়েই গাড়ির মাথায় উঠে স্লোগান সঞ্💟জয় সিংয়ের
প্রাক্তন বিধায়ক এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক সতীশ কুমার বলেন, ‘আমরা তাঁর (চিরাগ পাসওয়ান) মধ্যে অনেক সম🍎্ভাবনা দেখতে পাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম যে তিনি বিহারের ভবিষ্যৎ বদলে দেবেন। কিন্তু টিকিট বিতরণে সমস্ত দলের কর্মীরা হতবাক। লোকসভার টিকিট এমন মানুষকে দেওয়া হয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি।’
দলের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র সিং বলেন, ‘চিরাগ পাসোয়ান বিহারের মানুষের আবেগ নিয়ে খেলা করছেন। আমাদের কঠোর ♈পরিশ্রমের কারণে তিনি যখন পাঁচটি আসন পেয়েছেন, তখন তিনি সেই সব টিকিট বিক্রি করে দিয়েছেন। বিহারের জনগণ তাঁকে এর জবাব দেবে।’
বিজেপি নেতৃত্বাধীন এনড♑িএ শরিকদের মধ্যে চুক্তি অনুযায়ী ▨রাজ্যে ৫টি আসন পেয়েছেন চিরাগ পাসোয়ান।
এই ৫ প্রার্থী ঘোষণার পরপরই, চেরাগ পাসওয়ান বলেন, ‘আমাদের দল আজকে পাঁচটি প্রার্থী ঘোষণা করেছে, কয়েকদিনের আলোচনার পর। আমি নিজে একজন যুবক হিসেবে, আমি চাই সর্বাধিক তরুণরা রাজনীতিতে এগিয়ে আসুক। আমরা শিক্ষিত তরুণদের অগ্রাধিকার দিয🎃়েছি, যাঁদের ভবিষ্যৎ সম্পর্কে ভাল ধারণা রয়েছে এবং তাঁদের প্রার্থী করা হয়েছে। পাঁচটি আসনের মধ্যে দুটি মহি🔯লা প্রার্থীদের দেওয়া হয়েছে। আমাদের পূর্ণ বিশ্বাস যে আমরা এই পাঁচটি আসন জিতব এবং এনডিএ বিহারের সমস্ত ৪০টি আসন জিতবে।’
পশুপতি পারসের নেতৃত্বে এলজেপি গোষ্ঠীর যে সম্মস্ত বর্তমান সাংসদ ছিলেন, কিন্তু তাদের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। প্রতিবাদে ক্যাবিনেট মন্ত্রী পদ ছেড়ে দেওয়া পারস প্রথমে এনডিএ-র বিরুদ্ধে বিদ্রোহ করার হুমকিꦉ দিয়েছিলেন। যাইহোক, শেষ পর্যন্ত💧 বিজেপি পারসকে শান্ত করতে সফল হয়েছে বলে মনে হচ্ছে, কারণ তিনি সমস্ত এনডিএ প্রার্থীদের সম্পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং পরে বিজেপি প্রধান জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন।
চিরাগ পাসওয়ান আশা করছেন, তাঁর মামা তাঁর প্রতিশ্রুতি বজায় রাখবেন এবং এলজেপি𓆏 প্রার্থীদের জয়ের জনꦗ্য কাজ করবেন।