কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে এবার ১০০ কোটির আইনি নোটিশ পাঠাল বজরং দল। তার বিরুদ্ধে বজরং দলকে অসম্মাﷺন করার অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি কর্ণাটকে নির্বাচনী ইস্তেহারে বজরং দলের সম্মানহানি করা হয়েছে। এদিকে কর্ণাটকের নির🅘্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তবে ওই সংগঠনকে তারা নিষিদ্ধ করে দেবে। কার্যত বজরং দলের দিকেই তারা নিশানা করেছেন বলে দাবি করা হচ্ছে।
সেই নিরিখেই বজরং দল এবার তাঁর বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছে। সেখানে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বজরং দলের চন্ডীগড় ইউনিট এই নোটিশ পাঠিয়েছে।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুনকে লক্ষ্য় করে সেখানে বলা হয়েছে, ইস্তেহারের ১০ নম্বর পাতায় আপনারা বজর𒁏ং দলের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছেন। এটি বিশ্ব হিন্দু পরিষদের সহযোগী সংগঠন। আপনারা এই সংগঠনকে নিষিদ্ধ করার কথা জানিয়েছেন। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া মতো নিষিদ্ধ সংগঠন, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্টের মতো সংগঠনের সঙ্গেও এর তুলনা করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদও এনিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সেই সঙ্গে তারা জানিয়েছেন, 𒁃হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে কংগ্রেস। তার জন্য বড় মূল্য চোকাতে হবে কংগ্রেসকে।
টুইট করে লেখা ꦺহয়েছে, বজরং দলের মানহানি করার জন্য ১০০ কোটি টাকা দাবি করা হয়েছে। গোটা বিশ্বের হিন্দুদের অপমান করেছে ।
সেই সঙ্গে বলা হয়েছে, সিমি পিএফআই🌞য়ের মতো সংগঠন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদী বলেই পরিচিত। তবে বজরং দল ধার্মিক একতা ও ভারত মাতার সেবার কথা বলে।
নোটিশে উল্লেখ করা হয়েছে স💟িমি, পিএফআইয়ের সঙ্গে আল কায়দা ও আইসিসের যোগ রয়েছে। কিন্তু ♔বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের আওতায় কাজ করে। ভগবান রামের ভাবধারায় কাজ করে বজরং দল। ধর্ম ও সেবার পথে চলে এই সংগঠন।
রক্তদান, কোভিডকালীন নানা সেবা তারা দিয়েছিলেন। তারা কংগ্রেসের কাছে মানহানি বাবদ ১০০ কোটি ও ১০,০০০ টাকা অতিরিক্ত আইনি সহায়তার জন্য দাবি করেছে। এদিকে ভোটমুখী কর্ণাটকে ইতিমধ্যে বজরং দল সহ একাধিক সংগঠন এনিয়ে প্রতিবাদ জানাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কতটাচাপে পড়ল কংগ্রেস তা আগামী দ🔜িনেই বোঝা যাবে। নাকি মেরুকরণের সুবিধা পাবে কংগ্রেস?