বিধাননগর পুরনিগমে ভোটের আগেই নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হল দুই দুষ্কৃতী। গতকাল রাতে তন্ময় মুখার্জি এবং🐬 সোমনাথ পাল দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরভোটে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই দুষ্🗹কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুজনেই কাঁকুড়গাছি এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে একটি ৭ এম এম পিস্তল, কার্তুজ এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ভোটে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিধাননগরের ২২༺টি পয়েন্টে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। বিরোধীরা বারবার দাবি তুলছে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলে শান্তিপূর্ণ এবং অবাধ ভোট করা সম🅰্ভব নয়। রাত পোহালেই বিধাননগর পুরনিগমের ভোট। যাতে বহিরাগত কোনও দুষ্কৃতী বিধাননগরে ঢুকতে না পারে তার জন্য চেকিং চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, গতকাল রাতে ধৃতেরা সন্দেহজনকভাবে বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছিল। তা দেখে সন্দেহ হয় পুলিশের। প্রথমে তাদের পিছু ধাওয়া করে পাকড়াও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের কথায় অসঙ্গতি পাওয়ার পরেই তল্লাশি চালানো হয়। এরপরেই ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি বেরিয়ে আসে। তবে বিধাননগরে এতগুলি চেকিং পয়েন্ট থাকা সত্ত্বেও কিভাবে নজরদারি এড়িয়ে দুষ্কৃতীরা স🔯েখানে ঢুকল তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে, ধৃতদের আজ শুক্রবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে তাদের পুলিশ 𓃲হেফাজতের নির্দেশ দেন বিচারক।