পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার কান্নাকাটি করতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। এই ঘটনা এখন সোশ্যাল মি𓆏ডিয়ায় ভাইরাল। নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস ভোট লুঠ করছে বলে কেঁদে ভাসালেন বিজেপি প্রার্থী🧔। ভোট লুঠ করছে তৃণমূল। রবিবার সকালে বনগাঁ পুরসভা এলাকায় এই ঘটনা দেখা গিয়েছে।
ঠিক কী ঘটেছে বনগাঁয়? এখানের ৯ নম🔥্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সীমা বিশ্বাস। তাঁর অভিযোগ, ‘তৃণমূল কংগ্রেস ভোট লুঠ🐭 করে নিচ্ছে। সেটা আটকানো যাচ্ছে না।’ এরপরই তিনি বুথের বাইরে এসে কেঁদে ভাসালেন। কোনও প্রার্থী কান্নাকাটি করছেন এটা প্রথমবার দেখা গেল পুরসভা নির্বাচনে। অন্য দল ভোট লুঠ করছে বলে কান্নাকাটি প্রথম বলে মনে করা হচ্ছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
এখানে নির্দল প্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঠিক কী অভিযোগ নির্দল প্রার্থীর? এদিন নির্দল প্রার্থী বলেন, ‘বুথে ঢ🍨ুকতে দেওয়া হচ্ছে না। আমাকে এবং আমার নির্বাচনী এজেন্টকে মারধর করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্বামী।’ তবে এই নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে প্রার্থী হযেছেন কিনা জানা যায়নি। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।
সকাল থেকেই ভোট শুরু হতেই উত্তেজন🍨া দেখা দেয়। ভোট লুঠ থেকে ছাপ্পা–সন্ত্রাসের নালিশ করা হয়। বিজেপির সঙ্গেই বেশি গোলমালের খবর পাওয়া গিয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বন্দনা দাস বলেন, ‘যে সব অভিযোগ করা হচ্ছে, সবই ভুয়ো। বিরোধীরাই আমাদের উপরে হামলা চালিয়েছে। এখন নাটক করছে।’