এতদিন আড়ালে-আবডালে কাদা ছোড়াছুড়ি চলছিল⛎। এবার তা একেবারে সামনে এল। আইপ্যাকের বিরুদ্ধে বিনা অনুমতিতে ‘আমি এক ব্যক্তি এক পদের’ পক্ষে ব্যানার পোস্টের যে অভিযোগ তুলেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, তার পালটা দিল প্রশান্ত কিশোরের সংস্থা। রাজ্যের মন্ত্রী কিছু জানেন না বা মিথ্যা বলছেন বলে দাবি করল আইপ্💜যাক।
শুক্রবার আইপ্যাক দাবি করেছে, তৃণমূল কংগ্রেসের কোনও অ্যাকাউন্টের দেখাশোনা করা হয় না। যাঁরা সেই দাবি করছেন, তাঁরা কিছু জানেন না বা মিথ্যা বলছেন। বিকেলের দিকে টুইটারে অ্যাইপ্যাকের তরফে বলা হয়, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বা দলের কোনও নেতার কোনও ডিজিটাল সম্পত্তির (পড়ুন অ্যাকাউন্ট) দেখাশোনা করে না আইপ্যাক। যিনি এরকম দাবি করছেন, তিনি তাঁরা কিছু জানেন না বা নির্লজ্জভাবে মিথ্যা কথা বলছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের খতিয়ে দেখা উচিত, তাদের বা তাদের নেতাদের 𒀰ডিজিটাল সম্পত্তির অপব্যবহার🧸 হচ্ছে কিনা এবং (যদি হয়ে থাকে) কীভাবে তা হচ্ছে।'
পুরভোটের প্রার্থীতালিকায় নিয়ে বিভ্রাটের মধ্যে শুক্রবার আইপ্যাকের বিরুদ্ধে বিনা অনুমতিতে ‘আমি এক ব্যক্তি এক পদের’ পক্ষে ব্যানার পোস্টের অভিযোগ তোলেন চন্দ্রিমা। দুপুরে দেখা যায়, মন্ত্রী চন্দ্রিমার টুইটার হ্যান্ডেলে ‘এক ব্যক্তি এক পদের’ সমর্থনে ব্যানার তৈরি করা হয়েছে। বিষয়টি জানাজানি হতে কিছুক্ষণের মধ্যে তা সরিয়ে ফেলা হয়। এরপর সাংবাদমাধ্যমকে প্রতিক্রিয়ায় আইপ্যাককে কাঠগড়ায় তোলেন চন্দ্রিমা। তিনি বলেন, ‘এটা আমার পোস্ট নয়। আমি এটাকে সমর্থন করি না। আমি যে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি,൩ সেটা এই অ্যাকাউন্ট নয়। এই পেজটা আইপ্যাক তৈরি করেছে। তারা কাউকে নির্দেশ দিয়েছিল। তারা তৈরি করে ফেসবুক টুইটারে শেয়ার করেছে। আমায় না জানিয়ে তারা এটা করেছে। আমি তীব্র প্রতিবাদ করছি। এসব পোস্ট করার আগে আমার সঙ্গে কথা বলা উচিত ছিল। এটা তো কোনও কর্মসূচির ছবি নয়। আমি আইপ্যাককে জিজ্ঞাসা করব, কীভাবে তারা আমায় না জানিয়ে এটা করল।'