প্রার্থীতালিকা পছন্দ না হওয়ায় তৃণমূলের ময়নাগুড়ি পুর নির্বাচনী কম🐻িটির আহ্বায়ক পদে ইস্তফা দিলেন অনন্তদেব অধিকারী। এর পর তিনি বলেন, কার কথায় প্রার্থী বাছাই করেছে জানি না। এই প্রার্থীদের নিয়ে ভোটে লড়াই করা সম্ভভ নয়।
শু𒅌ক্রবার সন্ধ্যায় তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশিত হলে দেখা যায় শহরের ২টি ওয়ার্ডে নার রয়েছে স্বামী - স্ত্রীর। এর পরই মাথাচাড়া দেয় বিক্🤪ষোভ। কারণ এবারের নির্বাচনে পরিবারের মাত্র একজন সদস্যই প্রার্থীপদ পাবেন বলে ঘোষণা করেছে তৃণমূল। তালিকা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা স্থগিত ঘোষণা করেন জেলা সভাপতি মহুয়া গোপ।
গভীর রাতে জেলায় পৌঁছয় আরেক প্রার্থীতাল♈িকা। তাতে দেখা যায়, স্বামীর নাম রয়েছে। তালিকা থেকে বাদ গিয়েছে স্ত্রীর নাম। এর পরই ক্ষোভ দানা বাঁধতে শুরু করে তৃণমূলের একাংশের মধ্যে। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার নির্বাচনী কমিটির আহ্বায়কের পদ থেকে ইস্তফা ঘোষণা করেন অনন্তদেববাবু।
তিনি বলেন, ‘যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল তা পালনের আগ⛦েই আমার কাছে রাজ্যের থেকে তালিকা চলে এল। কার কথায় প্রার্থী বাছাই করেছে জানি না। এই প্রার্থীদের নিয়ে লড়াই করা সম্ভব নয়। তাই ইস্তফা দিয়েছি।’
বলে রাখি, ১৭ আসনের নবগঠিত ময়নাগুড়ি পুরসভায় এবারই প্রথমবা🔥র প♎ুরভোট হতে চলেছে।